জয়পুরহাটে একইদিনে দুটি মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ভোরে জয়পুরহাট সদর উপজেলার শুক্তাহার এলাকার মধ্যে পাড়া ও পূর্ব পাড়া দুটি মন্দিরের এ ভাংচুরের ঘটনা ঘটে।
প্রতিমা ভাংচুর করার অভিয়োগে শামছুল আলম লাল বাবু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকালে সদর উপজেলার ধুলাতর মন্ডল পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শামছুল আলম লাল বাবু সদর উপজেলার ধুলাতর মন্ডল পাড়া গ্রামের আব্দুল করিম মন্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আলমগীর জাহান।
(ওসি ) আলমগীর জাহান জানান, আসন্ন দুর্গাপুজা উপলক্ষে শুক্তাহার এলাকার মধ্যে পাড়া ও পূর্ব পাড়ার দুটি মন্দিরের প্রতিমা তৈরি কাজ চলছিল। এসময় আটক শামছুল আলম লাল বাবু শনিবার ভোরে ওই দুটি মন্দিরের ঢুকে প্রতিমা ভাংচুর করেন।
স্থানীয়রা তাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সকালে তার নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, হিন্দু, বৌদ্ধ ও খিস্ট্রান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট নৃপেন্দ্রনাাথ মন্ডল পিপি।
সূত্রঃ ডিবিসি নিউজ টিভি