ফটিকছড়ি প্রতিনিধি: শুভ দেব
বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিপালক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে গীতামৃতম্ সংঘ বাংলাদেশ এর উদ্যোগে ঐতিহাসিক মহাশোভাযাত্রা আয়োজন করা হয়েছে। গীতামৃতম্ সংঘ বাংলাদেশ এর ফটিকছড়ি উপজেলাধীন ২১টি গীতাবিদ্যাপীঠ নিজ নিজ স্কুল ব্যানানে অংশ নেয়। শোভাযাত্রায় বক্তব্য রাখেন গীতামৃতম্ সংঘ বাংলাদেশ এর আহবায়ক কমিটি এর আহবায়ক সুজন চক্রবর্তী, আহবায়ক কমিটির সদস্য সচিব রাধেশ্যাম নাথ, গীতামৃতম্ সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক ছোটন নাথ, গীতামৃতম্ সংঘ বাংলাদেশ ফটিকছড়ি থানা কমিটির সাধারণ সম্পাদক সুমন শীল।
শোভাযাত্রা অনুভূতি জানিয়ে মনোভাব প্রকাশ করেন গীতামৃতম্ সংঘের শিক্ষিকা রূপা দে, এসময় তিনি বলেন,
“গীতামৃতম্ সংঘ বাংলাদেশর র্যালিটি ছিল আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর। যা হৃদয়ে দোলা দিয়েছেন সকল সনাতনী দের মনে। যা আমরা প্রকাশ পেয়েছি মুখরিত শ্লোগানে”।
র্যালিটি ফটিকছড়ি কলেজ মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গীতামৃতম্ সংঘ বাংলাদেশ এর আহবায়ক কমিটির সহ-সদস্য সচিব বিশ্বজীৎ কান্তি নাথ এর নেতৃত্বে বিকাশ নাথ,নয়ন নাথ,সুজন চক্রবর্তী, সুমন শীলের জোড়ালো শ্লোগানে সেবা খোলা মন্দিরে এসে শোভাযাত্রাটি শেষ হয়।