সুজন চক্রবর্তী, আসামপ্রতিনিধিঃ ভারতে গুজরাট অ্যান্টি টেররিষ্ট স্কোয়াড ( ATS) রাজ্যের ধুন্ধুকা শহরে একব্যক্তিকে হত্যার অভিযোগে দিল্লি থেকে একজন মৌলবিকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে ফেসবুকে একটি আপত্তিকর পোস্টের কারণে গুজরাট রাজ্যের ধুন্ধুকা শহরে কিষাণ ভারওয়াদ নামে যুবককে হত্যা করা হয়েছে। ২৫ জানুয়ারি ধুন্ধুকার মোধওয়াদা এলাকায় দুই আততায়ীর গুলিতে কিষাণ ভারওয়াদ নিহত হয়। এসময় কিষাণ ভারওয়াদ তার ভাইয়ের গাড়ির পেছনে বসেছিলেন।

জানা যায়, ৬জানুয়ারি কিষাণ ভারওয়াদ একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয়। তারপর মুসলিম সম্প্রদায়ের কিছু সদস্য ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কারণে অভিযোগ দায়ের করেছিল। ATS আধিকারিকরা সাংবাদিকদের জানিয়েছেন, মৌলবি কমর গণি উসমানিকে দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই মামলায় শুক্রবার আহমেদাবাদ থেকে গ্রেফতার করা হয় মোঃ আইয়ূব জাভরাওয়ালাকে। এমামলায় ধুন্ধুকার বাসিন্দা শাব্বির চোপড়া( ২৫) ও ইমতিয়াজ পাঠান (২৭) কে ও গ্রেফতার করা হয়েছে। এটিএসর এসপি ইমতিয়াজ শেখ সাংবাদিকদের জানিয়েছেন, শাব্বির চোপড়া কিষাণ ভারওয়াদকে গুলি করেছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের মাধ্যমে উসমানির সঙ্গে যোগাযোগ ছিল শাব্বিরের। তিনি জানান, মৌলবি উসমানি একটি সংগঠন পরিচালনা করে। মৌলবি নিজ সম্প্রদায়ের যুবকদের নবী মুহম্মদকে অপমান করায় প্রতিশোধ নেওয়ার জন্য উস্কানি দিয়েছিল। আহমেদাবাদের পুলিশ সুপার ( এসপি) বীরেন্দ্র সিং যাদব বলেছেন, শাব্বির পাঠানের বাইকের পিছনে বসেছিল এবং সে কিষাণ ভারওয়াদের উপর গুলি চালায় এবং ঘটনাস্থলে ভারওয়াদের মৃত্যু হয়।