বাঁশখালী ঋষিমঠের অনাথ শিশুদের পাশে প্রকৌশলী বিপ্লব দাশ বাপ্পী
বাঁশখালী ঋষিমঠের অনাথ শিশুদের পাশে দাঁড়ালেন বাঁশখালীর সন্তান চকবাজার থানা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক প্রকৌশলী বিপ্লব দাশ বাপ্পি”র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রবিবার (১৫ই আগস্ট) বিকালে বাঁশখালী শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠে অনাথ শিশুদের মাঝে খাদ্যসামগ্রী ২৫০ কেজি চাল ও ৫০ কেজি ডাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের অধ্যাপক বাবুল কান্তি দেব বাবলা, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা বিজন দাশ, উত্তম দাশ, মিল্টন তালুকদার প্রমুখ। এসময় প্রকৌশলী বিপ্লব দাশ বাপ্পী বলেন,দেশে লকডাউন চলাকালীন অনাথ শিশুরা যাতে খাবারের কষ্টে না থাকে তাই সাধ্যমত খাদ্যসামগ্রী বিতরণ করেন এবং এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান। এসময় তিনি স্থানীন প্রভাবশালী ব্যক্তিবর্গকে অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।