শ্রী প্রান্ত কুমার বিশ্বাস, (জেলা প্রতিনিধি) সনাতন টিভি,ঝিনাইদহ। তরুণ সরকারকে সভাপতি ও নিতাই কুমার দাসকে সাধারণ সম্পাদক মনোনিত করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন ‘বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ঝিনাইদহ শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৫-০৩-২০২৪) দোল পূর্ণিমার শুভ তিথিতে ‘বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলা কমিটির (আহ্বায়ক) শ্রী বিনয় কুমার ও (সদস্য সচিব) শ্রী সৌরভ রায় চৌধুরী কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
নব-গঠিত কমিটির (সভাপতি) শ্রী তরুণ সরকার (ফার্মাসিস্ট বিভাগ) ও (সাধারণ সম্পাদ) শ্রী নিতাই কুমার দাস ( ডেন্টাল বিভাগ) কমিটিতে অন্য সদস্যরা হলেন, শান্ত চন্দ্র নাথ ( সহ-সভাপতি) শুভ্র জ্যোতি মন্ডল ( সহ-সভাপতি) উর্মি সরকার ( সহ-সভাপতি) বিজয় রায় (যুগ্ম-সাধারণ সম্পাদক) হৃদয় দাস (যুগ্ম-সাধারণ সম্পাদক) বাঁধন চক্রবর্তী (সাংগঠনিক সম্পাদক) প্রত্যয় বিশ্বাস (সহ- সাংগঠনিক সম্পাদক) তুলসী রায় (সহ- সাংগঠনিক সম্পাদক) পল্লব চন্দ্র (দপ্তর সম্পাদক) দ্বীপ প্রামানিক (সহ-দপ্তর সম্পাদক) বরুণ চন্দ্র (প্রচার সম্পাদক) বন্ধন সরকার (সহ-প্রচার সম্পাদক) পুষ্পিতা দাস (ধর্ম বিষয়ক সম্পাদক) রুপা বিশ্বাস (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক) সাগর কুমার (ক্রীড়া বিষয়ক সম্পাদক) প্রত্যয় বিশ্বাস (সহ- ক্রীড়া বিষয়ক সম্পাদক) রিতম কুরী (আইন বিষয়ক সম্পাদক) অজিত কবিরাজ (সহ-আইন বিষয়ক সম্পাদক) রিত্তিকা সরকার (তথ্য বিষয়ক সম্পাদক) অর্পন দত্ত (সহ তথ্য বিষয়ক সম্পাদক) অন্বেষা বিশ্বান ( চিকিৎসা বিষয়ক সম্পাদক)
পুরন চন্দ্র (শিক্ষা বিষয়ক সম্পাদক) সতাব্দী ঢালী (সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক) আবীর সাহা (সদস্য) অন্তরা বিশ্বাস(সদস্য) অয়ন সূত্রধর (সদস্য) অপূর্ব পাল (সদস্য) পান্ত ঘোষ (সদস্য) সুমন্ত্র প্রামানিক(সদস্য) আনন্দ বিশ্বাস(সদস্য) সজল ঘোষ (সদস্য) দূর্জয় কুরী (সদস্য) প্রদীপ বর্মণ (সদস্য) উৎপল মল্লিক (সদস্য) সঞ্জয় কুন্ডু (সদস্য) বাঁধন কুন্ডু (সদস্য)জয় গোপাল দেবনাথ(সদস্য) ইমন শীল(সদস্য) নয়ণ দাস(সদস্য) অর্নব মিত্র(সদস্য) অর্পিতা শীল(সদস্য) দীপা রায়(সদস্য) প্রিয়ন্তী অধিকারী (সদস্য) ঝুমা মিস্ত্রি(সদস্য) শ্রাবন্তি বিশ্বাস(সদস্য) প্রিয়ন্তী নাগ(সদস্য) অনামিকা রায়(সদস্য)
কল্পনা সরকার(সদস্য) অর্পিতা দাস(সদস্য) প্রতিভা দাস(সদস্য) প্রমি সরকার (সদস্য) বৈশাখী বিশ্বাস(সদস্য) নব-গঠিত কমিটির সভাপতি,সম্পাদক ও সকল সদস্যগণ অনুভূতি প্রকাশ করে বলেন, ‘সম অধিকার, সম মর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে সার্বজনীন শিক্ষা চাই, ধর্মীয় বৈষম্যের অবসান চাই। আন্দোলনকে আরো গতিশীল এবং আগামী কর্মপন্থা নির্ধারণের লক্ষ্যে আমাদের প্রাণের সংগঠনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানবতাবাদী ও শুদ্ধবুদ্ধিসম্পন্ন সবাই সহযাত্রী হবে বলে আশা করছি।