বিজয় চন্দ্র সরকার
জেলা শাখা কিশোরগঞ্জ
অদ্য ৩০ এপ্রিল ২০২২ খ্রিঃ শনিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর অঙ্গ সংগঠন বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন শ্রী শ্রী কালীবাড়িতে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন এড. ক্ষিতীশ দেবনাথ, সভাপতি জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। পিযূষ কান্তি সরকার, সহ-সভাপতি জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। প্রনব সরকার সাধারণ সম্পাদক জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। দেবাশীষ ভৌমিক সহ-সভাপতি জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। চন্দ্রা সরকার, সাধারণ সম্পাদক জেলা মহিলা ঐক্য পরিষদ। বিলকিস বেগম সাধারণ সম্পাদক জেলা মহিলা আওয়ামী লীগ। পলাশ দত্ত রায় সাধারণ সম্পাদক সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ফেরদৌসী কামাল সহ-সভাপতি জেলা মহিলা আওয়ামী লীগ। হাসিনা হায়দার চামেলি পৌর কাউন্সিলর। সীমা নাথ সহ-সভাপতি জেলা মহিলা ঐক্য পরিষদ, প্রমুখ। সম্মেলনে মিসেস পান্না দত্ত রায়কে সভাপতি ও রুমা বণিক কে সাধারণ সম্পাদক, সঞ্চিতা ভৌমিক’ ও সুবর্না ভৌমিক’কে সহ-সভাপতি, পিংকী সরকার ও হেপী পালকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।