জয় দে, চন্দনাইশ প্রতিনিধিঃ বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চন্দনাইশ উপজেলা সংসদ’র আওতাধীন বরকল ইউনিয়ন সংসদ’র অভিষেক অনুষ্ঠান দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
গত ১৭ মে, শুক্রবার দিনব্যাপী এই আয়োজনের মধ্যে ছিল শ্রী শ্রী পার্থসারথী পুজারতি, শ্রীমদ্ভাগবত গীতাপাঠ প্রতিযোগিতা, ধর্মীয় সংগীতজ্ঞলি, আলোচনা সভা, নবাগত কমিটির শপথ গ্রহন ও মহাপ্রসাদ আস্বাদন।
অনুষ্ঠানের শুরুতে বাগীশিক পরিচালিত গীতাস্কুলের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় সমস্বরে পার্থসারথি পূজারতি পরিবেশিত হয়।
উক্ত অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রীমৎ অজপানন্দ ব্রহ্মচারী। এতে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী প্রিয়ব্রত গোস্বামী (তনু)।
শ্রী সুভাষ দাশের সভাপতিত্বে এবং রতন কান্তি দাশ ও তন্বী দেবীর যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবাশীষ ধর, সুজন চৌধুরী, বিভাষ বিশ্বাস, রাজীব দে, পলাশ দেব, মিটন দাশগুপ্ত, শ্রীদুল আচার্য্য, সুব্রত কুমার নাথ ও সুদীপ নন্দী
এছাড়া বাগীশিকের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী পুলক দেব, টিটু দাশসহ আরো অনেকে।
পরিশেষে আমন্ত্রিত অথিতিদের সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয় উক্ত অনুষ্ঠানের।
সনাতন নিউজ/এসবিএন