মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ম পরিবর্তন করে বিয়ে! স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় ধর্ষণের শিকার রাউজানে লোকনাথ আশ্রমের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত লামা কেন্দ্রীয় গীতা শিক্ষা নিকেতনের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন রামনাথ পাড়া লোকনাথ সেবাশ্রমের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানামযজ্ঞ অনুষ্ঠিত সনাতনীদের জমি হাতিয়ে নিতে তৎপর প্রতারক চক্র,পটিয়ায় ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শিব চতুর্দশী উপলক্ষে রাঙামাটির আসামবস্তি শিব মন্দিরে ৩ দিন ব্যাপী উৎসবের আয়োজন রাঙামাটি শংকর মিশনের বিশ্বশান্তি গীতাযজ্ঞ, গীতা প্রতিযোগিতা ও সনাতন ধর্ম সম্মেলন সম্পন্ন উত্তর গুজরায় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ ও জ্বালামুখী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত চট্টগ্রামের রাউজানে গশ্চি দাশ পাড়া সার্বজনীন শ্রীশ্রী গীতা মন্দিরের বিশ্বশান্তি গীতা যজ্ঞের ৩০তম বর্ষপূতি উদযাপিত হয়েছে মৌলভীবাজার রাম নবমী তে এবার হতে যাচ্ছে রাবণ বধ ও জীবন্ত পিতা মাতার পুজা

বাগীশিক পটিয়া ছনহরা ইউনিয়ন সংসদের বার্ষিক গীতা পরীক্ষা অনুষ্ঠিত

Spread the love

 

সনাতন নিউজ ডেস্কঃ গীতার আলো, ঘরে ঘরে জ্বালো। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাজ করে যাওয়া বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির (বাগীশিক) বার্ষিক গীতা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বাগীশিক ছনহরা ইউনিয়ন সংসদের আয়োজনে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের মঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছনহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাগীশিকের শ্রীমদ্ভাগবত গীতা পরীক্ষা আয়োজন হয়। এতে বাগীশিক ছনহরা ইউনিয়ন সংসদের আওতাধীন ১০টি গীতা স্কুলের প্রায় ৫০০ বিদ্যার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

উক্ত পরীক্ষা পরিদর্শনে ছিলেন বাগীশিক ছনহরা ইউনিয়ন সংসদের উপদেষ্টা বিভু ভট্টাচার্য, সুব্রত কাননুনগো, বিপুল ভট্টাচার্য, পন্ডিত সুজন আচার্য্য। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন সুমন দেব, সুভাষ দে, অপু তালুকদার।

এইসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিন জেলার সভাপতি দেবাশীষ দত্ত, সহ-সভাপতি পুলক কান্তি চৌধুরী, বাগীশিক পটিয়া উপজেলা সংসদের সভাপতি দেবাশীষ ধর, সাধারণ সম্পাদক এডভোকেট সঞ্জয় দে।

এছাড়া বাগীশিকের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাজু দাশ, বাবলু কুমার ঘোষ, মিন্টু কান্তি দে, শ্যামল সবুজ, শিমুল দাশ, মিশন দত্ত সপু, নীলকান্ত দাশ, অভিজিৎ চৌধুরী, মাস্টার শ্রী রিটন, বিদ্যুৎ দে, প্রিয়তোষ সরকার, লিটন, জুয়েল, পলাশ, প্রদীপ, শোভন, বাবলা, শুভ, আশীষ, অজয়, ঐশী দে, সৌমেন, রাজন, রাজীব, রনি শীল, দ্বীপ, শুভাগত, পিয়াল, চন্দন, রনি ঘোষসহ আরো অনেকে।

মূলত গীতার আলোকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য জন্ম বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির। বয়সের বাঁধা পেরিয়ে এই গীতার আলো সকলের মাঝে ছড়িয়ে দিতে প্রত্যন্ত অঞ্চলে কাজ করে আসছে সংগটনটি। আর এরকম পরীক্ষার আয়োজনে সকলের মাঝে গীতাজ্ঞান ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা সকল সনাতনীর।

সনাতন নিউজ/এসবিএন



আমাদের ফেসবুক পেইজ