বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) ফটিকছড়ি উপজেলা সংসদের ত্রি বার্ষিক সম্মেলন গত ১৭ ডিসেম্বর সুয়াবিল সিদ্ধাশ্রম মঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সকলের উপস্থিতিতে কণ্ঠে ভোটে সুমন বনিককে সভাপতি, রুপক দে সাধারণ সম্পাদক ও ডা. সুব্রত চৌধুরীকে প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে। এরআগে সভায় প্রধান অতিথি ছিলেন অমৃত লাল দে। ডা. সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অতিথি ছিলেন এড তরুন কিশোর দেব। প্রধান বক্তা ছিলেন শুভাশীষ চৌধুরী। রুপক দে ও সৈকত দাশ আদিত্যের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রিয়াশীষ চক্রবর্তী, ছোটন দাশ, মুক্তিযোদ্ধা বাবুল দেব, এড. মিহির দে, স্বপন ধর, ভট্টাচার্য, এস কে নান্টু মহাজন, ডা. মানিক নাথ, প্রমতোষ ভৌমিক। অনুষ্ঠানে বাবলা দে, সজল চক্রবর্ত্তী, জিয় দত্ত অপু কুমার দে, রঞ্জিত বরন দাশ, মানস চক্রবর্তী, রুবেল বিশ্বাসসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।