মানিকছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলায় মানিকছড়ি উপজেলায়,,বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)মানিকছড়ি উপজেলা সংসদের এি -বার্ষিক সম্মেলন সম্পূর্ণ হয়েছে। গত ১৫/০৭/২০২২ ইং রোজ শুকবার উপজেলার সদরে শংকর মঠ ও মিশনে এই সম্মেলন সম্পূর্ণ হয়েছে।সম্মেলনে সভাপতিত্ব করেন ডাঃ দ্বিপন কর্মকার,সঞ্চালনা করেন শ্রী সুজন কান্তি নাথ (সুজয়),,,পবিএ বেদমন্ত্র উচ্চারণ, গীতাপাঠ,, শঙ্খের ধ্বনি,ও উদ্ভোধনী নৃত্য এর মাধ্যমে অনুষ্ঠান শুভারম্ভ হয়।এতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন,মানিকছড়ি শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সাধনানন্দ ব্রক্ষচারী মহারাজ।প্রধান অথিতি ছিলেনঃশ্রীযুত প্রভাত তালুকদার,, আহ্বায়ক বাগীশিক খাগড়াছড়ি জেলা সংসদ।
প্রধান বক্তা ছিলেন ঃশ্রীযুত প্রিয়ার্শীষ চক্রবর্তী,সাংগঠনিক সম্পাদক,, বাগীশিক,,চট্টগ্রাম উওর জেলা সংসদ।
মহান অথিতি ছিলেনঃশ্রীযুত ডাঃ অমর কান্তি দও,, সাধারণ সম্পাদকঃসনাতন সমাজ কল্যান পরিষদ মানিকছড়ি উপজেলা শাখা আলোকিত অতিথি ছিলেনঃশ্রীযুত উৎপল কুমার দে,যুগ্ম আহ্বায়ক বাগীশিক খাগড়াছড়ি জেলা সংসদ।
বিশেষ বক্তা ছিলেনঃমানিকছড়ি উপজেলা নিবার্হী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা শ্রীযুত ধীমান চন্দ্র নাথ। সংবর্ধিত অথিতি ছিলেনঃ সনাতন ছাএ -যুব পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার সম্মানিত সভাপতি শ্রীযুত বাবু দ্বিপক কুমার নাথ।বিশেষ অতিথি ছিলেনঃবাগীশিক খাগড়াছড়ি জেলা সংসদের যুগ্ম আহ্বায়ক শ্রীযুত বাবু লিটন সাহা।আরো বিশেষ অথিতি ছিলেন (ক্রমান্নয়ে)শ্রীযুত বাবু তুষার পাল,, শ্রী প্রণব দে।শ্রী বিল্পব দে,শ্রী ডাঃ স্বপন কান্তি নাথ। শ্রী বাহাদুর কর্মকার,,শ্রী পরিমল দেবনাথ, শ্রী স্বপন কান্তি নাথ,প্রমূখ
অনুষ্ঠানে বক্তারা বলেন মানব জীবনকে সাজাতে হলে এবং সনাতনী সমাজকে জাগ্রত করতে হলে গীতা শিক্ষা ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানের পরিশেষে মানিকছড়ি সনাতনী সম্প্রদায়ের সকল স্তরের নেএীবৃন্দ,,গুনীজন এবং প্রত্যেক সমাজের,,সংগঠনের সদস্যদের উপস্থিতিতে সবার মতামতের ভিত্তিতে
শ্রীযুত বাবু ভূবন দেব কে সভাপতি,,
শ্রীযুত বাবু সুজন কান্তি নাথ (সুজয়)কে সাধারণ সম্পাদক এবং
শ্রীযুত বাবু সুজন চৌধুরীকে নির্বাহী সদস্য -১ (২০২২-২০২৫)নিবার্চিত করেন।আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তিনজনের উপস্থিতিতে ২৫ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন, বাগীশিক খাগড়াছড়ি জেলা সংসদ।
পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে সম্মেলন সমাপ্তি হয়।