রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পাক অধিকৃত কাশ্মীরের সারদা পীঠ মন্দির, মুসলিমরা বুক দিয়ে আগলাচ্ছে হিন্দু মন্দিরকে বাংলাদেশের কমলগঞ্জে মনিপুরীদের বৃহৎ রাসপূর্ণিমা উদযাপিত সীতাকুণ্ড স্রাইন কমিটির নির্বাচনে জয়ী হলেন এড: চন্দন দাশ – এড: সমীর দাশগুপ্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে সনাতন টিভি’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কিশোরগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ীর জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন দেওয়ার সময় গরমজল গরুর মাংসের ঝোল নিক্ষেপ নানা অলৌকিক কাহিনী নিয়ে নরসিংদীর চিনিশপুরের কালী মন্দির, জানলে শিহরিত হবার মত বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ এর সভাপতি এডভোকেট রবীন্দ্র ঘোষকে হত্যার হুমকি দেশের উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি কাজে লাগাতে হবে : নওফেল কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরী, স্বয়ং প্রকটিত হয়ে মা নিজেই চাল কলা খেয়েছিলেন ছয় বছর ধরে নিজেদের তৈরি প্রতিমায় পূজা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন রাউজানের তিন শিক্ষার্থী

বাগীশিক মানিকছড়ি উপজেলা সংসদের এি -বার্ষিক সম্মেলন সম্পূর্ণ

Spread the love

মানিকছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলায় মানিকছড়ি উপজেলায়,,বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)মানিকছড়ি উপজেলা সংসদের এি -বার্ষিক সম্মেলন সম্পূর্ণ হয়েছে। গত ১৫/০৭/২০২২ ইং রোজ শুকবার উপজেলার সদরে শংকর মঠ ও মিশনে এই সম্মেলন সম্পূর্ণ হয়েছে।সম্মেলনে সভাপতিত্ব করেন ডাঃ দ্বিপন কর্মকার,সঞ্চালনা করেন শ্রী সুজন কান্তি নাথ (সুজয়),,,পবিএ বেদমন্ত্র উচ্চারণ, গীতাপাঠ,, শঙ্খের ধ্বনি,ও উদ্ভোধনী নৃত্য এর মাধ্যমে অনুষ্ঠান শুভারম্ভ হয়।এতে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন,মানিকছড়ি শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সাধনানন্দ ব্রক্ষচারী মহারাজ।প্রধান অথিতি ছিলেনঃশ্রীযুত প্রভাত তালুকদার,, আহ্বায়ক বাগীশিক খাগড়াছড়ি জেলা সংসদ।
প্রধান বক্তা ছিলেন ঃশ্রীযুত প্রিয়ার্শীষ চক্রবর্তী,সাংগঠনিক সম্পাদক,, বাগীশিক,,চট্টগ্রাম উওর জেলা সংসদ।
মহান অথিতি ছিলেনঃশ্রীযুত ডাঃ অমর কান্তি দও,, সাধারণ সম্পাদকঃসনাতন সমাজ কল্যান পরিষদ মানিকছড়ি উপজেলা শাখা আলোকিত অতিথি ছিলেনঃশ্রীযুত উৎপল কুমার দে,যুগ্ম আহ্বায়ক বাগীশিক খাগড়াছড়ি জেলা সংসদ।

বিশেষ বক্তা ছিলেনঃমানিকছড়ি উপজেলা নিবার্হী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা শ্রীযুত ধীমান চন্দ্র নাথ। সংবর্ধিত অথিতি ছিলেনঃ সনাতন ছাএ -যুব পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার সম্মানিত সভাপতি শ্রীযুত বাবু দ্বিপক কুমার নাথ।বিশেষ অতিথি ছিলেনঃবাগীশিক খাগড়াছড়ি জেলা সংসদের যুগ্ম আহ্বায়ক শ্রীযুত বাবু লিটন সাহা।আরো বিশেষ অথিতি ছিলেন (ক্রমান্নয়ে)শ্রীযুত বাবু তুষার পাল,, শ্রী প্রণব দে।শ্রী বিল্পব দে,শ্রী ডাঃ স্বপন কান্তি নাথ। শ্রী বাহাদুর কর্মকার,,শ্রী পরিমল দেবনাথ, শ্রী স্বপন কান্তি নাথ,প্রমূখ

অনুষ্ঠানে বক্তারা বলেন মানব জীবনকে সাজাতে হলে এবং সনাতনী সমাজকে জাগ্রত করতে হলে গীতা শিক্ষা ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানের পরিশেষে মানিকছড়ি সনাতনী সম্প্রদায়ের সকল স্তরের নেএীবৃন্দ,,গুনীজন এবং প্রত্যেক সমাজের,,সংগঠনের সদস্যদের উপস্থিতিতে সবার মতামতের ভিত্তিতে

শ্রীযুত বাবু ভূবন দেব কে সভাপতি,,
শ্রীযুত বাবু সুজন কান্তি নাথ (সুজয়)কে সাধারণ সম্পাদক এবং
শ্রীযুত বাবু সুজন চৌধুরীকে নির্বাহী সদস্য -১ (২০২২-২০২৫)নিবার্চিত করেন।আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তিনজনের উপস্থিতিতে ২৫ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করেন, বাগীশিক খাগড়াছড়ি জেলা সংসদ।
পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে সম্মেলন সমাপ্তি হয়।



আমাদের ফেসবুক পেইজ