চন্দন দে, হাটহাজারী, চট্টগ্রাম।
ছবিতে হাটহাজারী নবারুণ সংঘের আয়োজিত পূজায় বিজয়া দশমীর অন্জলী প্রদান করছেন পূর্নার্থীরা
এইবছর শারদীয় দূর্গা পূজা শুরুর আগেই জানা যায় শাস্ত্রীয় মতে মায়ের আগমন এবং প্রস্তুান হবে ঘোটকে অর্থাৎ ঘোড়াতে। যা ইঙ্গিত দেয় প্রাকৃতিক ক্ষয়ক্ষতির আশংকা। আদতে হলোও তাই, অষ্টমী থেকে শুরু হওয়া বৃষ্টি আজ বিজয়া দশমীর ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে।
এই ঝড় বৃষ্টির বিরূপ আবহাওয়া কে মাথায় নিয়েও হাটহাজারীর প্রতিটি পূজা মন্ডপেই সুষ্ঠুভাবে দশমীর অন্জলী, সিদুঁর খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে হাটহাজারীর দক্ষিণ বুড়িশ্চরের সকল পূজা মন্ডপ সরেজমিনে পরিদর্শনে দেখা যায় যে সকাল থেকেই তারা দশমীর অন্জলীর ব্যবস্থা করেছিলো এবং ভক্ত সমাগমের মাধ্যমে তা সঠিক সময়ে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নবারুণ সংঘ, প্রগতি সংঘ, শ্রীশ্রী রামকৃষ্ণ সংঘ, সপ্তমুখী পূজা উদযাপন পরিষদ এর পূজা গুলোতে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। অন্জলী প্রদান শেষেই মূলত শুরু হয় বাকি মায়ের বিদায়ের আনুষ্ঠানিকতা। এইসব আনুষ্ঠানিকতা শেষ করেই মূলত প্রত্যেক মন্ডপেই প্রতিমা নিরন্জন হয়েছে সুষ্ঠুভাবে।
এইবারের পূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দক্ষিণ বুড়িশ্চরের সকল পূজামণ্ডপের পূজা উদযাপন পরিষদের সভাপতি সাধারণ সম্পাদকরা সন্তোষ প্রকাশ করেছে। যেভাবে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আনসার বাহিনী এবং হাটহাজারী থানার অর্ন্তগত মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিউদ্দীন সুমন সুমন এবং তার সঙ্গীয় অনান্য কর্মকর্তারা দ্বায়িত্বপালন করেছেন তাতে সবাই নিরাপত্তার সাথে ই পূজা উপভোগ করেছেন। এইসময়ে তারা সার্বক্ষণিক সহযোগিতা করার জন্য বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহেদ হোসেইন জাহেদ সহ পুরো বুড়িশ্চর ইউনিয়ন পরিষদ কে ধন্যবাদ জানান।