আগামী ৩ ও ৪ এপ্রিল [বৃহস্পতিবার ও শুক্রবার] চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখীল কমল মহাজন বাড়ির নবনির্মিত মন্দিরে ঘট পুনঃস্থাপন ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অভিষেক উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ২দিনব্যাপী পুষ্পযজ্ঞ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৩ এপ্রিল [বৃহস্পতিবার ] বিকাল ৫টায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, সন্ধ্যা ৭টায় মঙ্গল প্রদীপ প্রজ্জলন, রাত ৯টায় মহাপ্রসাদ আস্বাদন।
৪ এপ্রিল [শুক্রবার] ভোর ৫টায় ঊষা কীর্তন, সকাল ৯টায় গুরুপূজা। এতে পৌরোহিত্য করবেন পন্ডিত শ্রী দেবাশীষ চক্রবর্তী। সকাল ১০টায় সপ্তশতী শ্রী শ্রী গীতা পুষ্পযজ্ঞ। পরিচালনায় শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দ পুরী মহারাজ, অধ্যক্ষ- শ্রী শ্রী সর্বমঙ্গলা কালীধাম, দক্ষিণ কড়লডেঙ্গা, বোয়ালখালী।
শ্রী শ্রী গীতা পুষ্পযজ্ঞে পৌরোহিত্য আরও অংশগ্রহণ করবেন শ্রীমৎ স্বামী তন্ময়ানন্দ পুরী মহারাজ – সহ-সভাপতি – পাঁচুরিয়া তপোবন আশ্রম, পটিয়া, শ্রীমৎ স্বামী দীপানন্দ পুরী মহারাজ – অধ্যক্ষ- শ্রী শ্রী লোকনাথ মন্দির- রুমা- বান্দরবান, শ্রীমৎ সঞ্জিত চৈতন্য- অধ্যক্ষ- গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম- আকবরশাহ- চট্টগ্রাম, শ্রীমৎ রূপনানন্দ ব্রহ্মচারী- অধ্যক্ষ- শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম- মেলঘর- পটিয়া।
দুপুর ১টায় অন্নপ্রসাদ আস্বাদন, সন্ধ্যা ৬টায় শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা।
২ দিনব্যাপী এই মাঙ্গলিক আয়োজনে সকলের সপরিজন ও সবান্ধব উপস্থিতি আন্তরিক ভাবে প্রত্যাশা করেছেন কমল মহাজন বাড়ির সকল পরিবারবর্গ।