মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিবেকানন্দ স্টাডি এন্ড ফিলানথ্রপিক সেন্টার অব নিউইয়র্ক’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ আরব -আফ্রিকা সৎসঙ্গের উদ্যোগ ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন মহোৎসব ২০২৫ উদযাপন ইডেন কলেজের হিন্দু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জমকালো আয়োজনে বন্ধুত্বের ‘মিলনমেলা’ গ্রুপের ২য় বর্ষপূর্তি উদযাপন রাঙামাটি তবলছড়ি শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিদর্শনে নেপালের রাষ্ট্রদূত কাপ্তাই উপজেলায় শ্রীমদ্ভাগবত সংঘের ৯তম দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন সনাতন ধর্মাবলম্বীদের মকর সংক্রান্তির আরেকটি লোকউৎসব টুসু পুজা রাঙামাটিতে সংখ্যালঘুদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানালেন ডাঃ সুমিত রায় চৌধুরী দুর্গাপূজা উপলক্ষে সনাতন সমাজ কল্যাণ পরিষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

বোয়ালখালীর বিদগ্রাম মগদ্বেশ্বরী মায়ের ১১তম বার্ষিকী স্মরণে মহোৎসব অনুষ্ঠিত

Spread the love

 

বোয়ালখালীর বিদগ্রাম ছোট পুকুর পাড় সর্বজনীন শ্রী শ্রী মা মগদ্বেশ্বরী মায়ের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণ উপলক্ষ্যে ২ দিন ব্যাপী আয়োজীত অনুষ্ঠানে ত্রিপুরেশ্বরী গীতা শিক্ষালয়ের ছাত্র-ছাত্রীর স্তঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে দুপুর ২টা থেকে শুরু হয় শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ ও সন্ধ্যায় ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিন্নি দে, জয়ন্তী শীল ও বৃষ্টি দাশ এর যৌথ সঞ্চালনায় শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন – বৃষ্টি দাশ,তিন্নি দে,জয়ন্তী শীল,পুনম দে,দ্বীপ দে,পার্থ দে,মৌ দে,ইশান দে,ঋতু দাশ,মিতু দাশ,অর্শি দে, ইন্দামনি ধর,প্রিয়া দে,আপন দাশ,রিজু দাশ,নন্দিনী দে,রেশমি শীল,আদর শীল,সৃজন দে,জয় শীল,শুভ শীল,তুলি শীল,ঝিলিক শীল,অন্যনা চক্রবতী,অহনা চক্রবতীসহ স্থানীয় আরো শিল্পীবৃন্দ।

গোধূলী লগ্নে শুভ অধিবাস ও রাত ৮ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়, অধিবাস কীর্তন পরিচালনা করেন জয় মা জ্বালাকুমারী সম্প্রদায়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ(বাগীশিপ) চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ব্যাংকার উজ্জ্বল শুকলা দাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য কিশোর ভঞ্জ টিটুল।

উৎসব মানে সনাতন ধর্মাবলম্বীদের সম্মিলিতি অংশগ্রহনে ধর্মীয় ভাবগাম্ভির্য বজায় রাখা। তার ধারাবাহীকতায় উৎসবকে কেন্দ্র করে হরিনাম সংকীর্তন ও মহোৎসবে দেখা দিয়েছে সনাতনীদের মিলনমেলা।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ, ভক্তিমূলক সাংস্কৃতি অনুষ্ঠানে অংশগ্রহনকৃত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এরপর আগত সকল সনাতনী ভক্তবৃন্দের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করা হয়।

বিপ্লব দাশ বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাগীশিপ বোয়ালখালী উপজেলার সম্মানীত সভাপতি পোপন দাশ, সাধারণ সম্পাদক রুপন দাশ, শাকপুরা ইউনিয়ন সভাপতি অধীর দাশ, সরোয়াতলী সাধারণ সম্পাদক জনি আইচ, পোপাদিয়া ইউনিয়ন উপদেষ্ঠা বিপ্লব ঘোষ, সভাপতি শুভ দাশসহ আরো অনেকে….

এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির –
সমন্বয়ক- বিপ্লব দাশ বাবু, সভাপতি- সুমন মল্লিক,সাধারণ সম্পাদক- সঞ্জয় চক্রবর্ত্তী,অর্থ সম্পাদক- অনুপম চক্রবর্ত্তী
সাংগঠনিক সম্পাদক- রিমন মল্লিক,সহ-সাংগঠনিক সম্পাদক- লিটন ঘোষ, সান্টু চৌধুরী, সুমন দাশ, যীষু বিশ্বাস প্রমূখ।অনুষ্ঠানের মাঙ্গলিক কাজে নিয়োজীত ছিলেন সুজন মল্লিক।



আমাদের ফেসবুক পেইজ