চট্টগ্রামের ঐতিহ্যবাহী বোয়ালখালী পৌরসভার ৪নং ওর্য়াডে অবস্থিত ত্রিকালদর্শী মহাযোগী শিবকল্প পূর্ণব্রক্ষ বোয়ালখালী শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রক্ষচারী নবনির্মিত শ্রী মন্দিরের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উপলক্ষে মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক:অন্তর দাশ বোয়ালখালী
১৫ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার ব্রহ্মমুহুর্তে মঙ্গলপ্রদীপ প্রজ্জলনের মাধ্যমে মঙ্গলময় অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সকাল ৬টায় বিশ্ব শান্তি কামনায় নগর কীর্ত্তন, সকাল ৯টায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) বোয়ালখালী পৌরসভা সংসদ এর সহযোগীতায় বিভিন্ন গীতা স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় ভক্তিমূলক সংগীতাঞ্জলী, গৌধুলিলগ্নে মহানামযজ্ঞের শুভ অধিবাস এবং রাত ৮টায় ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন গোমদণ্ডী যোগাশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী ছত্রেশ্বরানন্দ সরস্বতী মহারাজ।
সুব্রত দত্ত রাজু’র সঞ্চালনায় আমেরিকা প্রবাসী সন্তোষ কুমার দে, জুয়েল চৌধুরী ও প্রিয়তম দত্ত টাংকুকে সম্মাননা স্মারক তুলে দেন মন্দির পরিচালনা পর্ষদ ও উৎসব উদযাপন পরিষদের সম্মানীত সদস্যবৃন্দ। মন্দির পরিচালনা পর্ষদ ও শ্রী মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন্ পর্ষদ কর্তৃক দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগীতা ও ভক্তিমূলক সংগীতাঞ্জলী প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হয়। রাত ১০টায় ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরন করা হয়। অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন, গৌরলীলা কৃষ্ণলীলা প্রদর্শন, সুহৃদ ক্লাবের শত বছরের দুর্গা মন্দির পুনঃনির্মাণ ও লোকনাথ মন্দির কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করেন আমেরিকা প্রবাসী সন্তোষ কুমার দে।
এসময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী বাবা লোকনাথ শ্রীমন্দির পরিচালনা পর্ষদের উপদেষ্ঠা বিভু পদ ঘোষ, সভাপতি শ্রী শ্যামল কান্তি চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রী অনিল কান্তি দে, শ্রী মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উদযাপন পর্ষদের সভাপতি পন্ডিত শ্রী তাপস চক্রবর্তী( মিঠু) সাধারণ সম্পাদক শ্রী সুমন কর, সহ আরো অনেকেই।