নিজস্ব প্রতিবেদকঃ রাউজানের ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের বাসিন্দা ব্রেইন টিউমারে আক্রান্ত শ্রাবন্তী নন্দী বৃষ্টি’র পাশে আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন জাগো হিন্দু পরিষদ (JHP) রাঙ্গুনিয়া উপজেলাধীন চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন শাখা।
সোমবার সকালে শ্রাবন্তীর পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন জাগো হিন্দু পরিষদ (JHP) ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সানি বণিক। এসময় সাথে ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর ও সনাতন টিভির রিপোর্টার অন্তর পাল আকাশ।
জাগো হিন্দু পরিষদ (JHP) ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সানি বণিক বলেন,
সনাতন টিভিতে “ব্রেইন টিউমারে আক্রান্ত শ্রাবন্তী নন্দীকে বাঁচাতে এগিয়ে আসুন” শিরোনামে প্রতিবেদন দেখে আমরা জাগো হিন্দু পরিষদ (JHP) ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন শাখার পক্ষ থেকে ডোনেশন সংগ্রহ করি। আমরা আমাদের ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে রাউজানের ১১নং পশ্চিম গুজরা নন্দীরপাড়া গ্রামের বাসিন্দা ব্রেইন টিউমারে আক্রান্ত শ্রাবন্তী নন্দী বৃষ্টি’র চিকিৎসায় ব্যয়ের জন্যে ১০,০০০ (দশ হাজার টাকার) নগদ অর্থ শ্রাবন্তীর পরিবারের হাতে তুলে দিয়েছি। আগামীতেও আমাদের ব্যতিক্রমী কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, “অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি সকল সারথি ও মানবতাপ্রেমী চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন প্রবাসী দাদাদের যারা এই মহৎ মানবিক কাজে আমাদের পাশে ছিলেন। আশা করি আগামীতেও সকল মানবিক কার্যক্রমে পাশে আপনারা পাশে থাকবেন”।
প্রসঙ্গত: সম্প্রতি অসুস্থতা জনিত কারণে চিকিৎসকের শরণাপন্ন হলে, এম.আর.আই রিপোর্টে শ্রাবন্তীর ধরা পড়ে ব্রেইন টিউমার। চিকিৎসক জানান অপারেশনের জন্য ৬ লক্ষ ৫০ হাজার টাকার প্রয়োজন। যা শ্রাবন্তীর পরিবারের পক্ষে ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। এনিয়ে সনাতন টিভির এক প্রতিবেদনে শ্রাবন্তীর মা তাঁর মেয়ের চিকিৎসা সহায়তার আবেদন জানান। শ্রাবন্তী বর্তমানে রাজধানীর গ্রীণ লাইফ হসপিটালে চিকিৎসাধীন আছেন। আগামীকাল (মঙ্গলবার) তার অপারেশনের কথা রয়েছে।