মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিবেকানন্দ স্টাডি এন্ড ফিলানথ্রপিক সেন্টার অব নিউইয়র্ক’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ আরব -আফ্রিকা সৎসঙ্গের উদ্যোগ ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন মহোৎসব ২০২৫ উদযাপন ইডেন কলেজের হিন্দু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জমকালো আয়োজনে বন্ধুত্বের ‘মিলনমেলা’ গ্রুপের ২য় বর্ষপূর্তি উদযাপন রাঙামাটি তবলছড়ি শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিদর্শনে নেপালের রাষ্ট্রদূত কাপ্তাই উপজেলায় শ্রীমদ্ভাগবত সংঘের ৯তম দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন সনাতন ধর্মাবলম্বীদের মকর সংক্রান্তির আরেকটি লোকউৎসব টুসু পুজা রাঙামাটিতে সংখ্যালঘুদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানালেন ডাঃ সুমিত রায় চৌধুরী দুর্গাপূজা উপলক্ষে সনাতন সমাজ কল্যাণ পরিষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

ভারতের উত্তরপ্রদেশ জেলবন্দিদের মানসিক শান্তির জন‍্য শোনানো হবে গায়ত্রী মন্ত্র ও মহা মৃত্যুঞ্জয় মন্ত্র

Spread the love

আন্তর্জাতিক ডেস্কঃভারতের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় লাভের পর দ্বিতীয়বারের জন‍্য ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। উত্তরপ্রদেশ ভোটে জেতার পর যোগী আদিত‍্যনাথ যে বর্তমানে অনেক বড় এবং জনপ্রিয় নেতা হয়ে উঠেছেন তা এখন বলার অপেক্ষা রাখেনা। ফলে তার জনপ্রিয়তা আজকাল বহুগুণে বেড়েছে এবং ইউপি নির্বাচনে জয়ের পর মানুষ তাকে খুব পছন্দ করছে। জয়ের পর যোগী আদিত‍্যনাথ মুখ‍্যমন্ত্রী পদে শপথ নেওয়ার সাথে সাথে গোটা রাজ‍্যে শান্তির বার্তা দিয়েছেন। তারপর থেকে সন্ত্রাস দমনে এবং রাজ‍্যের শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ‍্যে বেশকিছু কড়া ব‍্যবস্থা নিতে দেখা যায় মুখ‍্যমন্ত্রীকে। আর এবার এমন এক সিদ্ধান্ত নিলেন মুখ‍্যমন্ত্রী যা প্রশংসা কুঁড়িয়েছে গোটা রাজ‍্যবাসীর। এদিন মুখ‍্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথ উত্তরপ্রদেশের সকল জেল বন্দিদের জন‍্য এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তিনি এদিন ঘোষণা করেন যে, এবার থেকে গোটা রাজ‍্যের সকল জেলে বাজানো হবে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র। এবং শুধুমাত্র তাই নয়, এর সাথে গায়ত্রী মন্ত্র ও শুনতে পাবে সকল জেল কায়েদিরা। এর পেছনে কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন যে,এই মন্ত্র বাজানো হবে জেলে থাকা বন্দীদের মানসিক শান্তির জন‍্য। ফলে যোগীর এই সিদ্ধান্ত যে রাজ‍্যবাসীর প্রশংসা কুড়িয়েছে, সে বিষয়ে মত বিশেষজ্ঞদের। সূত্রে খবর, উত্তরপ্রদেশের জেল মন্ত্রী ধরমবীর প্রজাপতি জেলা প্রশাসনকে ইতিমধ্যেই এই নির্দেশ পাঠিয়েছেন। জেল মন্ত্রী ধরমবীর প্রজাপতির নির্দেশে সম্প্রতি রাজ‍্যের বহু জেলে গায়ত্রী মন্ত্র এবং মহা মৃত্যুঞ্জয় মন্ত্র বাজানো শুরু করা হয়েছে। কারাগারের ভেতরে থাকা সকল বন্দীদের আধ‍্যাত্মিকতার সঙ্গে যুক্ত করার জন‍্য এবং তাদের সুনাগরিক হিসেবে ভবিষ্যতে প্রতিষ্ঠা করার জন‍্যই যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্ট জানিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। উত্তরপ্রদেশের সকল বন্দীদের মানসিক শান্তির পাশাপাশি অপর একটি ঘোষণা করেছেন মুখ‍্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথ। তাঁর ঘোষণা অনুযায়ী, এবার থেকে গোটা রাজ‍্যের সকল জেলখানায় প্লাষ্টিকের বোতল এবং জিনিসপত্র নিষিদ্ধ করা হয়েছে।



আমাদের ফেসবুক পেইজ