মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিবেকানন্দ স্টাডি এন্ড ফিলানথ্রপিক সেন্টার অব নিউইয়র্ক’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ আরব -আফ্রিকা সৎসঙ্গের উদ্যোগ ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন মহোৎসব ২০২৫ উদযাপন ইডেন কলেজের হিন্দু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জমকালো আয়োজনে বন্ধুত্বের ‘মিলনমেলা’ গ্রুপের ২য় বর্ষপূর্তি উদযাপন রাঙামাটি তবলছড়ি শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিদর্শনে নেপালের রাষ্ট্রদূত কাপ্তাই উপজেলায় শ্রীমদ্ভাগবত সংঘের ৯তম দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন সনাতন ধর্মাবলম্বীদের মকর সংক্রান্তির আরেকটি লোকউৎসব টুসু পুজা রাঙামাটিতে সংখ্যালঘুদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানালেন ডাঃ সুমিত রায় চৌধুরী দুর্গাপূজা উপলক্ষে সনাতন সমাজ কল্যাণ পরিষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

ভারতের কর্ণাটক রাজ্যের হোয়েলেশ্বর মন্দিরে পাথরের খোদাই করা নাট্য সরস্বতী

Spread the love

 

সংগ্রাম দত্ত:

ভাস্কর্যের আকারে মধ্যযুগীয় শিল্পকলার সবচেয়ে সূক্ষ্ম, জটিল অথচ জাঁকজমক প্রদর্শন।

ভারতের কর্ণাটকের হালেবিডু মন্দিরে বা হোয়েলেশ্বর মন্দিরে পাথরের খোদাই করা সমৃদ্ধ শৈল্পিক রূপ।

হৈসলেশ্বর মন্দিরটি হালেবিড়ুতে অবস্থিত। একে হালেবিড়ু, হালেবিড, দোরাসমুদ্রও বলা হয়। হালেবিড়ু হল ভারতের কর্ণাটক রাজ্যের হাসান জেলার একটি শহর। এটি প্রায় ৩০ কিলোমিটার হাসানের উত্তর-পশ্চিমে ও বেলুড়, কর্ণাটকের মন্দির থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত। হালাবিড়ু এর কাছাকাছি কোনো বিমানবন্দর নেই এবং এটি প্রায় ২১০ কিলোমিটার বেঙ্গালুরুর পশ্চিমে।

১১২০খ্রিস্টাব্দে নির্মিত হালেবিডুর হয়সলেশ্বর মন্দির প্রকৃত অর্থে শিল্পকর্মের একটি গ্যালারি। দেবী সরস্বতীর তাত্ক্ষণিক ভাস্কর্যটি রাজহাঁসের উপর বসে থাকা অবস্থায় দেবীকে ঐতিহ্যবাহী চিত্রণ থেকে কিছুটা ভিন্ন সৃজনশীল বোধ দেয়।

এছাড়াও আঙুলে জপমালার পুঁতি লক্ষ্য করুন! জটিল কারুশিল্পের উচ্চতর স্তর দেখাচ্ছে!

হালেবিদুর রয়েছে ভারতীয় ভাস্কর্য ঐতিহ্যের শ্রেষ্ঠত্ব।

এখানে দেবীকে চার হাতে নাচের মেজাজে দেখতে পাই, যথাক্রমে বেদ (পবিত্র বই), বীণা (লুটি), কালসা (জলের পাত্র) এবং মালা (মালা) ধারন করে জ্ঞান, সঙ্গীত, বিশুদ্ধতা এবং ধ্যানমূলক ইন্দ্রিয়। দেবী সরস্বতী হায়সালা শিল্পে এবং ভারতের অধিকাংশ হিন্দু মন্দিরে খ্রিস্টীয় ৮ থেকে ১২ শতকের মধ্যে উল্লেখযোগ্যভাবে ব্যবহৃত হয়েছিল।

হিন্দু দেবদেবীদের ঐতিহ্যগতভাবে বিভিন্ন অস্ত্র বহন করে চিত্রিত করা হয়েছে। এই অস্ত্রগুলি সহিংসতার প্রতিনিধিত্ব করে না; তারা আমাদের ভিতরে এবং চারপাশে উপস্থিত অশুভ শক্তিকে ধ্বংস করার প্রতীক।

যদিও অসাধারণ, এমনকি সরস্বতী, জ্ঞানের দেবী, ভারতে বেশ কয়েকটি মন্দিরে হাতে অস্ত্র নিয়ে চিত্রিত। অস্ত্র বহনকারী সরস্বতীর একটি ভাস্কর্যের একটি সুপরিচিত উদাহরণ হল কর্ণাটকের হালেবিডুতে ১২ শতকের হোয়েলেশ্বর মন্দির। এখানে দশজন অস্ত্রধারী সরস্বতী তার বাহনে (বাহন) হামসা দাঁড়িয়ে আছে। তিনি একটি মালা এবং একটি বই সহ বেশ কয়েকটি অস্ত্র বহন করেন। তাকে একটি নৃত্যের রূপে চিত্রিত করা হয়েছে।

সরস্বতীর এই রূপটি নয়া সরস্বতী নামে পরিচিত,
সাধারণত অস্ত্র বহন করে দেখানো হয়।



আমাদের ফেসবুক পেইজ