সিনেমার পর্দায় আসতে চলেছে নয়া রামকাহিনী। যেখানে আদিপুরুষ অর্থাৎ রামের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। সীতা সাজবেন কৃতি শ্যানন। সবথেকে বড় চমক থাকছে রাবণকে ঘিরে। রাবণের চরিত্রে অভিনয় করছেন সাইফ আলি খান এবং নিজের চরিত্র সম্পর্কে সংবাদমাধ্যমের সাক্ষাৎকার দিতে গিয়ে বলিউড অভিনেতা বলে ফেলেছেন যে এই ছবিতে সীতাহরণ কতটা ন্যায় সঙ্গত ছিল এবং রাবণ কতটা মানবিক ছিলেন তা ফলাও করে দেখানো হবে! আর তার এই মন্তব্য নিয়েই বেঁধেছে প্রবল শোরগোল। যার জেরে আজ বাধ্য হয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হল নবাব পুত্রকে!
৩রা সেপ্টেম্বর নতুন ছবির পোস্টার শেয়ার করে রাবণ হিসাবে সাইফ আলী খানের নাম ঘোষণা করেন পরিচালক ওম রাউত। নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে সাইফ আলি খান জানিয়েছেন এই ছবিতে রাবণের মানবিক দিক তুলে ধরা হবে। শূপর্ণখার নাক কাটার পর সীতাহরণ এবং রাম রাবণের যুদ্ধ যে আসলে উচিত কাজ ছিল তাও দেখানো হবে। এরপরেই ছুটে যান নেটিজেনরা। রাবণের চরিত্র থেকে সাইফ আলি খানকে সরিয়ে দেওয়ার দাবি উঠতে থাকে। বিজেপি নেতা রাম কদম গোটা ঘটনায় টুইটারে গর্জে ওঠেন।
Actor #SaifAliKhan makes an extremely shocking statement regarding his forthcoming film Adipurush. Saif who plays Ravan’s character says Ravan’s abduction of Sita Maa will be justified in the film. Ravan’s humane side will be shown and his war against Sri Ram will be justified.
— Ram Kadam – राम कदम (@ramkadam) December 6, 2020
তাই সাইফ আর দেরি করেননি। আজকেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন, “আমার একটা মন্তব্যকে ঘিরে সংবাদমাধ্যমে প্রবল বিতর্ক তৈরি হয়েছে এবং তা মানুষের ভাবাবেগে আঘাত করেছে। আমি এই কাজটা কখনোই করতে চাইনি এর জন্য আমি আন্তরিক ভাবে ক্ষমা চাইছি এবং নিজের মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। রাম আমার কাছে সর্বদাই একজন আদর্শ পুরুষ আর এই ছবিতে খারাপকে সরিয়ে ভালোর জয়কেই তুলে ধরা হবে।”
তবে যতই সাইফ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করুন না কেন এই ছবি মুক্তির পর তা যে ভালোমতই বিতর্ক সৃষ্টি করবে একথা এখন থেকেই স্পষ্ট হয়ে গেল।