শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। এই উপলক্ষ্যে কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন পিএম কিষান (প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি) প্রকল্পের মাধ্যমে দেশের ৯ কোটি কৃষকের জন্য ১৮ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দের ছাড় দিল মোদী সরকার৷
এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অর্থ ঢুকবে বলে দাবি করেন প্রধানমন্ত্রী৷ তার আগে এদিন ৬ রাজ্যের কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বাংলার সরকারের কড়া সমালোচনা করে এই কৃষক সম্মান নিধি না চালু করার বিষয়ে তোপ দাগেন।
প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধীতায় দিল্লির সীমানায় চলছে কৃষক বিক্ষোভ। কেন্দ্র আন্দোলনকারী কৃষক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করলেও তাতে মেলেনি সমাধান। মোদীর আলাপচারিতার আগে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। তিনিও অভিযোগ করে বলেন, ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের বিরোধিতা করছে একমাত্র বাংলা। সেই কারণেই বাংলার কৃষকরা এই টাকা পাওয়া থেকে বঞ্চিত হলেন।’