জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কিছুদিন আগে ভিন্নধর্মের অনুসারী অভিনেতা জাহির ইকবালকে বিয়ে করেন তিনি। তবেও তার এই বিয়েতে মত ছিল না ভাই লব সিনহার। যা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল সে সময়। এক পর্যায়ে সরাসরিই নিজের অপছন্দের কথা জানিয়েছিলেন লব।
তবুও আটকায়নি বিয়ে। পছন্দের মানুষের গলাতেই মালা দিয়েছেন সোনাক্ষী। তবুও যেন বোনের প্রতি রাগ কমেনি ভাইয়ের। তাইতো এবার সরাসরি পরিবার থেকে বাদ দিয়ে দিলেন সোনাক্ষীকে। জানা গেছে, চলতি সপ্তাহেই ছিল শত্রুঘ্ন সিনহা ও পুনম সিনহার বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনে বাবা-মায়ের সঙ্গে দুই ভাইয়ের ছবি দিয়েছেন লব। সেই পোস্ট করে লাভ লেখেন, “তোমাদের দু’জনকে অনেক শুভেচ্ছা। আমরা ধন্য তোমাদের সন্তান হতে পেরে। তোমাদের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তে আশীর্বাদের মতো।” কিন্তু সেখানে কোথাও বোন সোনাক্ষীর দেখা নেই।
বিষয়টি নজরে পড়েছে নেটিজেনের। এরপর থেকেই সকলের প্রশ্ন, বিয়ের পরও বোনের উপর রাগ কমেনি ভাইয়ের? রীতিমতো পরিবার থেকেই ছেঁটে ফেললেন সোনাক্ষীকে। তবে এ নিয়ে এখনও খোলাসা করে কিছু বলেননি লব। এমনকি ভাইয়ের এমন আচরণের সাফাই দিয়ে সোনাক্ষীর পক্ষ থেকেও কোনো মন্তব্যা আসেনি।
সনাতন টিভি / জে-এ