বিবাহ সারা বিশ্ব জুড়ে স্বীকৃত এবং একটি সার্বজনীন সংস্কৃতি সামাজিক ও দুটি হৃদয়ের পবিত্র বন্ধন।সনাতন ধর্ম অনুসারে মনুসংহীতায় আট প্রকার বিবাহের কথা উল্লেখ করা হয়েছে। এই পবিত্র বান্ধন যদি কোন মন্দিরেই সম্পন্ন করা হয় সে বন্ধন আরো দৃঢ় হয়। বাঙালি হিন্দু বিবাহ হিন্দু সমাজের প্রধানত দুইটি আচারগত বিভাগে অনুষ্টিত হয় যেমন, বৈদিক ও লৌকিক। লৌকিক বিবাহ ত্যাগ করে সনাতনধর্মলম্বীরা ফিরে যাচ্ছেন বৈদিক রীতিনীতি অনুসারে বিবাহ সম্পন্ন করতে মন্দিরে, তারই ধারাবাহিকতায় সনাতন সংগঠনের মুখপাত্র রাজিব দাশ বাবু বৈদিক নিয়মে বিবাহ করলেন চট্টগ্রাম প্রর্বতক ইসকন শ্রী কৃষ্ণ মন্দিরে, এই সময় মন্দির ভিত্তিক বিবাহ কেন প্রয়োজন এই বিষয় নিয়ে সনাতন টিভির প্রতিনিধির সাথে কথা বললেন, বর কনে পুরোহিত ও মন্দির প্রাঙ্গণে বিবাহে আসা সচেতন সনাতনী বিশিষ্ট গুণীজন ।
——-প্রতিদিন নিত্য নতুন খবর, খবরের পিছনের খবর জানতে STV সনাতন টিভির সঙ্গে থাকুন।