অনলাইন ডেস্ক – মসজিদে ইমাম নিয়োগকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই পক্ষের বিরোধের জেরে, নাটোরের সিংড়ায় ইটালি ইউনিয়নের পাকুরিয়া গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ২টি বাড়ি ও ৭টি দোকান ১৯৭১ এবং ২০০১ এর মত ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়! গত সোমবার বিকাল ৪টায় পাকুরিয়া গ্রামে প্রবেশ করে সন্ধ্যা সাড়ে ৫ টা পর্যন্ত তান্ডব চালায় তারা।
গত রবিবার সন্ধ্যায় পাকুরিয়া জামে মসজিদের ইমাম নিয়োগ করে সাবেক ইউপি সদস্য গ্রুপ। সাবেক ইউপি সদস্যের বাড়ি পার্শবর্তী হওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুর ইসলাম আরিফ এর প্রভাবে ইমাম নিয়োগ নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। সোমবার সকালে বর্তমান মেম্বার সহ কয়েকজন কে আসামী করে থানায় অভিযোগ করে সাবেক মেম্বার গ্রুপ।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সম্পাদক আরিফুর ইসলাম আরিফ এর বিরোধের জেরে এই হামলা। জাহাঙ্গীর আলমের পিতা নজরুল ইসলাম ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
সিংড়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, ফোন পাওয়ার পরে ফোর্স পাঠানো হয়। ৯৯৯ থেকে কোনো ফোন আসেনি। স্থানীয় ভাবে ফোন পেয়ে ফোর্স পাঠানো হয়।