সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মীরসরাইয়ে পার্থসারথী বৈদিক বিদ্যাপীঠের উদ্বোধন, বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা বাগীশিক বোয়ালখালী পৌরসভা সংসদ এর শ্রীমদ্ভগবদ্ গীতা বার্ষিক মূল্যায়ন চূড়ান্ত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ নাচে গানে বরণ করে নিল বাংলা নববর্ষকে সমাজ গঠনে বইয়ের শক্তি উদযাপিত হলো আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী সীতাকুণ্ডে জ্যোগীশিস এর নতুন স্কুল উদ্বোধন রাম নবমীতে আর্য কল্যাণ ফাউন্ডেশন আত্মপ্রকাশ রাঙ্গামাটিতে চলছে শ্রী রাম নবমীর ৩ দিনব্যাপী উদযাপন বোয়ালখালীর কদুরখীল কমল মহাজন বাড়ির নতুন মন্দিরের ২ দিনব্যাপী অভিষেক আয়োজন, পুষ্পযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটির আসামবস্তি শীতলা মন্দিরে মায়ের পূজা ও উৎসব আগামীকাল ধর্ম পরিবর্তন করে বিয়ে! স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় ধর্ষণের শিকার

মহালয়ায় দেবী দূর্গা সেজে বিতর্কে নুসরত জাহান

Spread the love

আজ মহালয়া (mahalaya)। পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হল দেবীপক্ষ। বাতাসে ভাসছে দেবীর আগমন বার্তা। এই শুভদিনে মহিষাসুরমর্দিনী রূপে ধরা দিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (nusrat jahan)। অনুরাগীদের মহালয়ার শুভেচ্ছাবার্তা জানান তিনি।

হাতে ত্রিশূল, শাখা পলা, আটপৌড়ে শাড়ি, এমনই বেশে ধরা দিলেন নুসরত। কখনো তাঁর দৃষ্টি নরম, মাতৃসুলভ। আবার কখনো তাঁর চোখ দিয়ে ঝড়ছে ক্রোধ, দুষ্টের বিনাশের জন‍্য দূর্গা রূপেই এদিন হাজির হলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। সকলকে জানালেন মহালয়ার শুভেচ্ছা।

আর সেই ফটোশুট, ভিডিও প্রকাশ‍্যে আসতেই রে রে করে উঠলেন কট্টরপন্থীরা। অহিন্দু হয়ে হিন্দুদের উৎসবে যোগদান করেছেন কেন? হাতে ত্রিশূল নেও আর স্পর্ধা হয় কিকরে? এমনকি ভিন্নধর্মী হওয়ার দেবী দূর্গার রূপে একেবারেই মানাচ্ছে না নুসরতকে। এমন মন্তব‍্যও রয়েছে ভূরি ভূরি।

তবে কয়েনের উলটো পিঠও রয়েছে। একদিকছ যেমন একের পর এক সমালোচনার তীর ধেয়ে এসেছে নুসরতের দিকে, তেমনই অনেকেই তাঁর পাশে দাঁড়িয়ে সোচ্চার হয়েছেন বিদ্রূপের বিরুদ্ধে। নুসরতের রূপের প্রশংসা করে তারা বলেছেন অসাধারন মানিয়েছে তাঁকে দূর্গা রূপে।

বেশ কটি ছবি, ভিডিও শেয়ার করেছেন নুসরত জাহান। সমালোচনাতে পাত্তা না দিয়ে নিজের কাজ ঠিকই করে চলেছেন তিনি। এর আগেও বেশ কিছু ফটোশুটের ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন সাংসদ অভিনেত্রী।

সম্প্রতি বোল্ড লুকে হাজির হয়েছেন অভিনেত্রী। ছোট্ট কালো ক্রপ টপ, তার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে নীল রঙের অন্তর্বাস। সঙ্গে বেইজ প‍্যান্ট। এমনই মোহময়ী অবতারে ধরা দিয়েছেন নুসরত। নতুন ফটোশুটের জন‍্যই যে এই ভিডিও তা বলার অপেক্ষা রাখে না।

কিছুদিন আগেই কালো লিপস্টিকে ক‍্যামেরাবন্দি হয়ে নজর কেড়েছিলেন নুসরত। কালো লেদার প‍্যান্ট, জ‍্যাকেট, কালো অন্তর্বাস, কালো লিপস্টিক, নুসরত জাহান যেন ‘ব্ল‍্যাক বিউটি’। নতুন ফটোশুটে এই অবতারেই ধরা দিয়েছেন তৃণমূল সাংসদ। এর আগে বহুবার বোল্ড লুকে দেখা গেলেও কালো লিপস্টিকে যেন সাহসিকতার অন‍্য মাত্রা স্থাপন করেছেন অভিনেত্রী।

সম্প্রতি কয়েকটি নতুন ফটোশুট করতে দেখা গিয়েছে নুসরত জাহানকে। কখনও ভেজা চুল, ক্রপ টপে আবার কখনও রঙিন চুড়িদার ওড়নায় চোখ ধাঁধিয়েছেন তিনি। কিন্তু এবার সম্পূর্ণ আলাদা ফর্মে নুসরত। মিষ্টি মেয়ের খোলস ছেড়ে হট, বোল্ড অবতারে ধরা দিয়েছেন।



আমাদের ফেসবুক পেইজ