প্রকাশ দেব, ঘটা করে ইসা ফাউন্ডেশনের জমিতে ১১২ ফুটে শিবমূর্তির উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী৷ সেই জমির আইনি কাগজপত্র দেখাতে পারেনি তামিলনাড়ু বন দফতর৷ জমিটিকে পুরোপুরি বেআইনি ঘোষণা করল CAG৷
যে জমিতে ১১২ ফুটের শিব তৈরি হয়েছে, সেই জমিও জটে৷ ক্যাগ জানাচ্ছে, ১৯৯৪ ও ২০০৮ সালে ইসা ফাউন্ডেশনকে বন দফতর বিশাল জমি প্রদান করে৷ যার ৩২,৮৫৬ বর্গফুট এলাকায় একাধিক বহুতল তৈরি হয়েছে৷ বল্লুভাপটি গ্রামও সেই জমির ভেতরেই পড়ছে৷
কয়েকদিন আগে, একটি প্রকল্পের জন্য HACA-র কাছে NOC চাইতে গেলে ইসা ফাউন্ডেশনের জমি কেলেঙ্কারি ধরা পড়ে৷ NOC দিতে অস্বীকার করে HACA৷ বল্লুভাপটি গ্রামের আদিবাসীরাও ইসা ফাউন্ডেশনের বিরুদ্ধে জমি অধিগ্রহণের মামলা দায়ের করে৷ মাদ্রাস হাই কোর্র্টে সেই মামলা এখনও চলছে৷ NGT-র দাবি, বন্য প্রানীর আধিক্য থাকা সত্ত্বেও ১১২ ফুটে শিব মূর্তি তৈরি করেছে ইসা ফাউন্ডেশন৷
২০১৭ সালের ফেব্রুয়ারিতে শিব মূর্তি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী৷ সেই সময় পরিবেশ রক্ষক আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীকে সাবধান করে৷ জমির তদন্তের দাবি জানায়৷
সূত্র:- “হিন্দু টাইমস”