একজন সমাজ সেবক হিসেবে নিরলস কাজ করে গেছেন ব্রজেন্দ্র চন্দ্র দেব। তিনি একজন সৎ, ন্যায়, নীতিবান, উদার সমাজ সংস্কারক হিসেবে সর্বোপরিচিত। ছোট বেলা থেকেই তিনি অসহায় সহজ সরল ও দুঃখী মানুষের পাশে থেকে মানব সেবায় অভ্যস্ত ছিলেন। শুধু সুশীল সমাজ নয়, তরুন-নবীন, যুব-প্রবীণ সমাজে রয়েছে তার যথেষ্ঠ সুনামের কথা। উনার জীবন বৃত্তান্ত থেকে জানা যায় ১৫ মার্চ ১৯৩২ সালে সুনাম ধন্য সম্ভ্রান্ত দেব জমিদার বংশে জন্ম গ্ৰহণ করেন তিনি। উনার পিতা ছিলেন বাংলাদেশের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের অন্তর্গত বারাচান্দুরা দেব জমিদার বাড়ির অষ্টম বংশধর রাজকুমার চন্দ্র দেব। মাতার নাম মাতঙ্গী দেবী। এই জমিদার বাড়ির ইতিহাস থেকে জানা যায় দেব জমিদার বাড়ির প্রথম জমিদার ছিলেন রাজেন্দ্র চন্দ্র দেব। ব্রজেন্দ্র চন্দ্র দেবের পিতা রাজকুমার চন্দ্র দেব ব্যবসায়িক সূত্রে পারিজমান ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার অন্তর্গত ফান্দাউক বাজারে। সেখানে তিনি সুনামের সহিত ব্যবসা করতে থাকেন। তিনি মারা যাবার পর পারিবারিক কারণে ব্যবসার হাল ধরেন ব্রজেন্দ্র চন্দ্র দেব। তামা-কাসা-পিতলের জিনিস পত্রের ব্যবসা করে নিজ এলাকায় বেশ সুনাম অর্জন করেছিলেন। ব্রজেন্দ্র চন্দ্র দেব সুযোগ্য পুত্র কাজল চন্দ্র দেবের ভাষ্যমতে ১৯৮৮ সালের বন্যায় নিজ এলাকায় ও বিভিন্ন স্থানের ক্ষতিগ্রস্ত মানুষকে বিনামূল্যে প্রায় সাতদিন পায়ে হেটেঁ ও নৌকা যুগে বিভিন্ন স্থানের খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন উনার পিতা ব্রজেন্দ্র চন্দ্র দেব। ১৩ জানুয়ারি ১৯৯৭ সালে তিনি মৃত্যুবরণ করেন। আরো বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজে ভূমিকা রেখেছিল তিনি। তাকে মাধবপুরে সমাজ সংস্কারক ও বলা হয়ে থাকে। তিনি কোনো দলের রাজনৈতিক কাজে লিপ্ত ছিলেন না। তিনি অরাজনৈতিক মনোভাব নিয়ে সমাজের উন্নয়নের নিরলস কাজ ও চিন্তা চেতনা করে গেছেন।