মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিবেকানন্দ স্টাডি এন্ড ফিলানথ্রপিক সেন্টার অব নিউইয়র্ক’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ আরব -আফ্রিকা সৎসঙ্গের উদ্যোগ ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন মহোৎসব ২০২৫ উদযাপন ইডেন কলেজের হিন্দু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জমকালো আয়োজনে বন্ধুত্বের ‘মিলনমেলা’ গ্রুপের ২য় বর্ষপূর্তি উদযাপন রাঙামাটি তবলছড়ি শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিদর্শনে নেপালের রাষ্ট্রদূত কাপ্তাই উপজেলায় শ্রীমদ্ভাগবত সংঘের ৯তম দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন সনাতন ধর্মাবলম্বীদের মকর সংক্রান্তির আরেকটি লোকউৎসব টুসু পুজা রাঙামাটিতে সংখ্যালঘুদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানালেন ডাঃ সুমিত রায় চৌধুরী দুর্গাপূজা উপলক্ষে সনাতন সমাজ কল্যাণ পরিষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

মানব বিগ্রহের অনন্য সেবায় মানবকল্যাণ ফোরাম বাংলাদেশ

Spread the love

সব মানুষই একসময় বাবা মাকে হারিয়ে অনাথ হয়ে যায়। আজকে অনাথদের সেবার মাধ্যমে জীবন্ত বিগ্রহের পূজা দেখতে এসেছি। মানবতার পূজার মাধ্যমে প্রকৃত মানুষের সেবা করা সম্ভব। মানবকল্যাণ ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে রাউজান উপজেলাধীন জগৎপুর আশ্রম অনাথালয়ে অনাথ শিশুদের অন্ন ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে গবেষক ও সমাজ সমীক্ষক নাট্যজন সুদর্শন চক্রবর্তী মহোদয় এ কথাগুলো বলেন। ফোরামের সাধারণ সম্পাদক অজয় দত্তের সঞ্চালনায় ও সিনিয়র সহ-সভাপতি শিমুল নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্ভােধক ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা আশুতোষ সরকার মহোদয়। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রদীপ দাশ, আশ্রম তত্বাবধায়ক রাজকৃষ্ণ ভট্টাচার্য, ফোরাম সহ-সভাপতি বিশ্বজিৎ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক সন্তোষ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক উদয় সিংহ, গৌতম পাল, অর্থ সম্পাদক অভি দাশ, সাংগঠনিক সম্পাদক জুয়েল দে, প্রচার সম্পাদক যাদব দাশ, সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ দত্ত, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক সুব্রত শীল,কার্যকরী সদস্য রনি দাশ বিনয়, টিংকু দাশ, সুমন বণিক, খোকন চৌধুরী, অভয় দত্ত, শিমুল সেন, পলাশ চৌধুরী, সুমন দাশ, দূরবীন চৌধুরী, সুমন সেন, পল্টু বিশ্বাস, বাপ্পা ঘোষ, জুয়েল দত্ত(রাজু), রাজীব ঘোষ প্রমূখ। সভায় অতিথিবৃন্দ অনাথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।——-প্রতিদিন নিত্য নতুন খবর, খবরের পিছনের খবর জানতে STV সনাতন টিভির সঙ্গে থাকুন।



আমাদের ফেসবুক পেইজ