সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মীরসরাইয়ে পার্থসারথী বৈদিক বিদ্যাপীঠের উদ্বোধন, বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা বাগীশিক বোয়ালখালী পৌরসভা সংসদ এর শ্রীমদ্ভগবদ্ গীতা বার্ষিক মূল্যায়ন চূড়ান্ত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ নাচে গানে বরণ করে নিল বাংলা নববর্ষকে সমাজ গঠনে বইয়ের শক্তি উদযাপিত হলো আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী সীতাকুণ্ডে জ্যোগীশিস এর নতুন স্কুল উদ্বোধন রাম নবমীতে আর্য কল্যাণ ফাউন্ডেশন আত্মপ্রকাশ রাঙ্গামাটিতে চলছে শ্রী রাম নবমীর ৩ দিনব্যাপী উদযাপন বোয়ালখালীর কদুরখীল কমল মহাজন বাড়ির নতুন মন্দিরের ২ দিনব্যাপী অভিষেক আয়োজন, পুষ্পযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটির আসামবস্তি শীতলা মন্দিরে মায়ের পূজা ও উৎসব আগামীকাল ধর্ম পরিবর্তন করে বিয়ে! স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় ধর্ষণের শিকার

মানব বিগ্রহের অনন্য সেবায় মানবকল্যাণ ফোরাম বাংলাদেশ

Spread the love

সব মানুষই একসময় বাবা মাকে হারিয়ে অনাথ হয়ে যায়। আজকে অনাথদের সেবার মাধ্যমে জীবন্ত বিগ্রহের পূজা দেখতে এসেছি। মানবতার পূজার মাধ্যমে প্রকৃত মানুষের সেবা করা সম্ভব। মানবকল্যাণ ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে রাউজান উপজেলাধীন জগৎপুর আশ্রম অনাথালয়ে অনাথ শিশুদের অন্ন ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে গবেষক ও সমাজ সমীক্ষক নাট্যজন সুদর্শন চক্রবর্তী মহোদয় এ কথাগুলো বলেন। ফোরামের সাধারণ সম্পাদক অজয় দত্তের সঞ্চালনায় ও সিনিয়র সহ-সভাপতি শিমুল নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্ভােধক ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা আশুতোষ সরকার মহোদয়। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রদীপ দাশ, আশ্রম তত্বাবধায়ক রাজকৃষ্ণ ভট্টাচার্য, ফোরাম সহ-সভাপতি বিশ্বজিৎ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক সন্তোষ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক উদয় সিংহ, গৌতম পাল, অর্থ সম্পাদক অভি দাশ, সাংগঠনিক সম্পাদক জুয়েল দে, প্রচার সম্পাদক যাদব দাশ, সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ দত্ত, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক সুব্রত শীল,কার্যকরী সদস্য রনি দাশ বিনয়, টিংকু দাশ, সুমন বণিক, খোকন চৌধুরী, অভয় দত্ত, শিমুল সেন, পলাশ চৌধুরী, সুমন দাশ, দূরবীন চৌধুরী, সুমন সেন, পল্টু বিশ্বাস, বাপ্পা ঘোষ, জুয়েল দত্ত(রাজু), রাজীব ঘোষ প্রমূখ। সভায় অতিথিবৃন্দ অনাথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।——-প্রতিদিন নিত্য নতুন খবর, খবরের পিছনের খবর জানতে STV সনাতন টিভির সঙ্গে থাকুন।



আমাদের ফেসবুক পেইজ