রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পাক অধিকৃত কাশ্মীরের সারদা পীঠ মন্দির, মুসলিমরা বুক দিয়ে আগলাচ্ছে হিন্দু মন্দিরকে বাংলাদেশের কমলগঞ্জে মনিপুরীদের বৃহৎ রাসপূর্ণিমা উদযাপিত সীতাকুণ্ড স্রাইন কমিটির নির্বাচনে জয়ী হলেন এড: চন্দন দাশ – এড: সমীর দাশগুপ্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে সনাতন টিভি’র ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কিশোরগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ীর জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন দেওয়ার সময় গরমজল গরুর মাংসের ঝোল নিক্ষেপ নানা অলৌকিক কাহিনী নিয়ে নরসিংদীর চিনিশপুরের কালী মন্দির, জানলে শিহরিত হবার মত বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ এর সভাপতি এডভোকেট রবীন্দ্র ঘোষকে হত্যার হুমকি দেশের উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি কাজে লাগাতে হবে : নওফেল কলকাতার জীবন্ত কালী মা শ্যামসুন্দরী, স্বয়ং প্রকটিত হয়ে মা নিজেই চাল কলা খেয়েছিলেন ছয় বছর ধরে নিজেদের তৈরি প্রতিমায় পূজা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন রাউজানের তিন শিক্ষার্থী

মানব বিগ্রহের অনন্য সেবায় মানবকল্যাণ ফোরাম বাংলাদেশ

Spread the love

সব মানুষই একসময় বাবা মাকে হারিয়ে অনাথ হয়ে যায়। আজকে অনাথদের সেবার মাধ্যমে জীবন্ত বিগ্রহের পূজা দেখতে এসেছি। মানবতার পূজার মাধ্যমে প্রকৃত মানুষের সেবা করা সম্ভব। মানবকল্যাণ ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির আয়োজনে রাউজান উপজেলাধীন জগৎপুর আশ্রম অনাথালয়ে অনাথ শিশুদের অন্ন ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে গবেষক ও সমাজ সমীক্ষক নাট্যজন সুদর্শন চক্রবর্তী মহোদয় এ কথাগুলো বলেন। ফোরামের সাধারণ সম্পাদক অজয় দত্তের সঞ্চালনায় ও সিনিয়র সহ-সভাপতি শিমুল নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্ভােধক ছিলেন ফোরামের প্রধান উপদেষ্টা আশুতোষ সরকার মহোদয়। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রদীপ দাশ, আশ্রম তত্বাবধায়ক রাজকৃষ্ণ ভট্টাচার্য, ফোরাম সহ-সভাপতি বিশ্বজিৎ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক সন্তোষ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক উদয় সিংহ, গৌতম পাল, অর্থ সম্পাদক অভি দাশ, সাংগঠনিক সম্পাদক জুয়েল দে, প্রচার সম্পাদক যাদব দাশ, সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ দত্ত, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক সুব্রত শীল,কার্যকরী সদস্য রনি দাশ বিনয়, টিংকু দাশ, সুমন বণিক, খোকন চৌধুরী, অভয় দত্ত, শিমুল সেন, পলাশ চৌধুরী, সুমন দাশ, দূরবীন চৌধুরী, সুমন সেন, পল্টু বিশ্বাস, বাপ্পা ঘোষ, জুয়েল দত্ত(রাজু), রাজীব ঘোষ প্রমূখ। সভায় অতিথিবৃন্দ অনাথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন।——-প্রতিদিন নিত্য নতুন খবর, খবরের পিছনের খবর জানতে STV সনাতন টিভির সঙ্গে থাকুন।



আমাদের ফেসবুক পেইজ