বিজয় সরকার, মৌলভীবাজার
বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয় মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে, মৌলভীবাজার সদর উপজেলার বারইকোনা বৈদিক গীতা স্কুলে গীতা দান করা হয়েছে, গীতার সাথে আরো দেওয়া হয়েছে গীতার জন্য রুমাল,গীতা রাখার স্টেন,খাতা,কলম,এখানে প্রতি শুক্রবার সকাল ১০ঘঠিকা হইতে দুপুর ১২ঘঠিকা পর্যন্ত গীতা ক্লাস হয়,বর্তমানে সেখানে গীতা ক্লাস নিচ্ছেন, বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয় মৌলভীবাজার জেলা শাখার কার্যনির্বাহী সদস্য শ্রী রত্না রেখা বিশ্বাস, সনাতন টিভি কে তিনি বলেন এলাকার এই ছোট ছোট বাচ্চাদের গীতার প্রতি আগ্রহ দেখে আমি প্রতি শুক্রবার আমার বাড়ি থেকে ছুটে আসি,আমি চাই বাংলাদেশ এর প্রতিটি এলাকায় যেনো এরকম গীতা স্কুল থাকে,
গীতা দান কর্মসূচি উপলক্ষে আজ গীতা ক্লাসে ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকরা ও উপস্থিত ছিলেন, তারা এই মহৎ কাজ তাদের গ্রামে হচ্ছে বলে অনেক আনন্দিত,বারইকোনা গীতা স্কুল এর গীতা দান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয়ের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক- শ্রী বিজয় সরকার, মৌলভ জেলা কমিটির, যুগ্ম আহ্বায়ক- শ্রী বিজয় দাশ,জয় দেব,অমিত চক্রবর্তী ও কার্যনির্বাহী সদস্য – অভিনয় সরকার, রত্না রেখা বিশ্বাস সহ অনেকেই