বিজয় সরকার, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:-
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা শহরের জগন্নাথপুর আখড়ায় আজ ২৩ শে জানুয়ারী ২০২৫ইং সকাল ১১ ঘঠিকায় ১০১ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত হয়,
এতে অংশ গ্রহণ করেন আশেপাশের সকল সনাতনী ভক্তবৃন্দ,সকাল ১১ ঘঠিকায় থেকে দুপুর ২ ঘঠিকা পর্যন্ত চলে এই গীতা পাঠ( গীতা পারায়ণ) অনুষ্ঠান।
উল্লেখ অষ্টপ্রহর ব্যাপি নামযজ্ঞ মহোৎসব উপলক্ষে অধিবাস কির্ত্তণের দিন সকালে শ্রী শ্রী গোবিন্দ জিউ আখড়া জগন্নাথপুরে অনুষ্ঠিত হয় এ শত কণ্ঠে গীতা পারায়ণ এর অনুষ্ঠান।
গীতা পারায়ণের দায়িত্বে থাকা শান্ত পাল নামে একজন ভক্ত সনাতন টিভি কে জানিয়েছেন আমরা প্রথমবারের মতো অষ্টপ্রহর ব্যাপি নামযজ্ঞ মহোৎসব উপলক্ষে এর আয়োজন করেছি,আগামী বছর ভগবানের কৃপা হলে আরো বড় করে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
এসময় অংশগ্রহণ করেন বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ মৌলভীবাজার জেলা শাখার ৬২, ৬৪ ও ৬৫ তম বৈদিক পাঠশালার শিক্ষার্থী বৃন্দ।