বিজয় সরকার, মৌলভীবাজার
মৌলভীবাজার জেলা রাজনগর উপজেলার উদনা চা বাগানে প্রথম বারের মতো,বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সনাতনী শিশুদের গীতার আলোয় আলোকিত করতে,বৈদিক পাঠশালার উদ্বোধন করা হয়েছে। ২৮শে জুন শুক্রবার বিকেলে এই বৈদিক পাঠশালার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য,বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, শ্রী পীযুষ দাস।তিনি বলেন সনাতনী শিক্ষা প্রসারে অবদান রাখতে ও উদ্বুদ্ব করতে এই বৈদিক পাঠশালার উদ্বোধনে আমরা ২৪০ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে এসেছি, সনাতনীর রক্তের টানে,গীতার আলোয় আলোকিত হোক সকল উদীয়মান কোমলমতি সনাতনী শিশু। নানাবিধ কুসংস্কার থেকে বেরিয়ে এসে জাত-পাত-গোত্র প্রথার উর্দ্ধে উঠে শুধুমাত্র সনাতনী (হিন্দু) পরিচয়ে পরিচিত হতে গীতা পাঠের বিকল্প নেই। আমি এই গীতা স্কুলটির কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতার মনোভাব নিয়ে পাশে থাকবো।
গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে- বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ কেন্দ্রীয় কমিটির, সাধারণ সম্পাদক, শ্রী সৌরভ সেন। উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য, শ্রী রামভজন গোয়ালার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, দলিল লেখক,কুলাউড়া সাব-রেজিস্ট অফিসের,শ্রী চিত্তরঞ্জন মালাকার।
এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ,মৌলভীবাজার জেলা শাখার, সভাপতি, শ্রী শ্রীকান্ত চন্দ্র পাল( শাওন),সাধারণ সম্পাদক, শ্রী ঝলক কান্তি পাল ও কেন্দ্রীয় ছাত্র মহাসংঘ এর, সাংগঠনিক সম্পাদক, শ্রী শ্রাবণ বিশ্বাস, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ হবিগঞ্জ জেলা শাখার, সভাপতি, শ্রী শেখর চন্দ্র দাশ,মৌলভীবাজার হিন্দু মহাসংঘ এর,শ্রী আনন্দ সূত্রধর,পুরন উরাং,রুপক কান্তি পাল, বাংলাদেশ সনাতনী বৈদিক বিদ্যালয় কেন্দ্রীয় কমিটির, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, শ্রী বিজয় সরকার, মৌলভীবাজার জেলা শাখার, যুগ্ম আহ্বায়ক, শ্রী সুদীপ দেবনাথ, কুলাউড়া হিন্দু মহাসংঘ এর,ডা:বিনয় সরকার, কাজল মল্লিক, সমিরণ মল্লিক, রাজনগর উপজেলা হিন্দুবৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের, সভাপতি, মনোজ রায়,মুন্সিবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের, সভাপতি, পার্থ সারথী ধর,উদ্যোক্তা টিয়েন্স বাংলাদেশ এর,রাজিব কৈরি, এবং বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ মৌলভীবাজার জেলা শাখার, কার্যনির্বাহী সদস্য, সাগর দাশ,প্রীতি রানী নাথ,প্রিতম বর্ধন,নয়ন দাশ অভি,রুমন দেবনাথ প্রমূখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ মৌলভীবাজার জেলা শাখার, আহ্বায়ক শ্রী বিজয় দাশ, ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ মৌলভীবাজার জেলা শাখার, সদস্য সচিব, শ্রী শান্ত পাল
বক্তারা বৈদিক পাঠশালাটির এই কার্যক্রম এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা রাখবেন বলে সকলের উপস্থিতিতে আশাবাদ ব্যাক্ত করেন। অনুষ্ঠানে আলোচনা সভা ও গীতা বিতরণ শেষে আগত সকল সনাতনীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়