মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিবেকানন্দ স্টাডি এন্ড ফিলানথ্রপিক সেন্টার অব নিউইয়র্ক’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ আরব -আফ্রিকা সৎসঙ্গের উদ্যোগ ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন মহোৎসব ২০২৫ উদযাপন ইডেন কলেজের হিন্দু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জমকালো আয়োজনে বন্ধুত্বের ‘মিলনমেলা’ গ্রুপের ২য় বর্ষপূর্তি উদযাপন রাঙামাটি তবলছড়ি শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিদর্শনে নেপালের রাষ্ট্রদূত কাপ্তাই উপজেলায় শ্রীমদ্ভাগবত সংঘের ৯তম দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন সনাতন ধর্মাবলম্বীদের মকর সংক্রান্তির আরেকটি লোকউৎসব টুসু পুজা রাঙামাটিতে সংখ্যালঘুদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানালেন ডাঃ সুমিত রায় চৌধুরী দুর্গাপূজা উপলক্ষে সনাতন সমাজ কল্যাণ পরিষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

মৌলভীবাজারে হিন্দু নারী সেজে লোকনাথ সেবাশ্রমে চুরি, হাতেনাতে আটক ৩

Spread the love

 

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে ৬ দিনব্যাপী ত্রিকালদর্শী মহাযোগী শিবকল্প শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান মহোৎসব ও হরিনাম সংকীর্তন চলাকালে হিন্দু নারী সেজে চুরি করে পালিয়ে যাওয়ার সময় তিন মহিলা চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে দিয়েছে তিরোধান উৎসব উদযাপন কমিটি। (৩জুন) সোমবার বেলা ২টার দিকে মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সৈয়ারপুরে শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গণে শ্রীশ্রী লোকনাথ সেবা সংঘের আয়োজনে ও ১৩৪তম তিরোধান উৎসব উদযাপন কমিটির পরিচালনায় তৃতীয় দিনের শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও মহাপ্রভুর বিশেষ অর্চনা, আরতি ও ভোগরাগ অনুষ্ঠান চলাকালে সনাতনধর্মাবলম্বী পূজারী ও ভক্তদের সাথে শাঁখা সিঁদুরে হিন্দু নারী সেজে তিন মুসলিম মহিলা চোর মিশে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভক্ত পূজারীরা অনুষ্ঠানে মগ্ন থাকায় বিষয়টি কেউ টের পায়নি। এই সুযোগে চোরেরা রাজনগর উপজেলার রাজখলা (পাঁচগাঁও) থেকে আগত ভক্ত লিপা দেব এর পিছু নেয়। লিপা দেব প্রসাদ খেয়ে থালা ধৌত করতে গেলে তার সাথে দু’জন মহিলার ধাক্কা লাগে। পরক্ষণেই তিনি টের পান তাঁর গলায় পরা স্বর্ণের হাঁরটি নেই। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি উৎসব উদযাপন কমিটিকে জানালে কমিটি দ্রুত ব্যবস্থা নিয়ে টমটমে পালিয়ে যাওয়ার সময় তিন মহিলা চোরকে আটক করে।
আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মনা মিয়ার স্ত্রী রুজিনা, মোঃ করিমের স্ত্রী ঝুমা ও আব্দুল মতিনের স্ত্রী রেবা বেগম বর্তমানে তারা শ্রীমঙ্গল বসবাস করে।

১৩৪তম তিরোধান উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রিপন দে বলেন, রাজনগর উপজেলার রাজখলা (পাঁচগাঁও) থেকে আগত ভক্ত লিপা দেব এর গলা থেকে সোনার চেইন নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমরা তিনজন মুসলিম মহিলাকে আটক করে চেইন উদ্ধার করেছি। পরে আটককৃত তিনজনকে মৌলভীবাজার মডেল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।



আমাদের ফেসবুক পেইজ