মৌলভীবাজার জেলা প্রতিনিধি:-
আসছে আগামী ২৩ শে চৈত্র ১৪৩১ বাং,০৬ই এপ্রিল ২০২৫ ইং,রোজ রবিবার, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি শুভ রামনবমী, এ উপলক্ষে মৌলভীবাজার রাম নবমী উদযাপন পরিষদ এর আয়োজনে শহরের শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে হতে যাচ্ছে বিশাল আয়োজনে রাম নবমী উদযাপন, এতে রাবণ বধ পালা ( মঞ্চ নাটক) পরিবেশন করবে,ভোলানাথ নাট্য সংঘ,দিরাই,সুনামগঞ্জ বলে সনাতন টিভি কে জানিয়েছেন রাম নবমী উদযাপন পরিষদ এর সাংগঠনিক সম্পাদক শান্ত পাল, তিনি আরো বলেন সকাল থেকেই আমাদের বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন রয়েছে, যেমন জেলা বৃত্তিক গীতা প্রতিযোগীতা,জীবন্ত পিতা মাতার পুজা, কুইজ প্রতিযোগীতা, তীর ধনুক দিয়ে রাবণ বধ প্রতিযোগীতা,ভাগবত আলোচনা, বৈদিক নৃত্য, সংগীতময় ভাগবত আলোচনা ও রাম কথা কির্ত্তন,পরিবেশনা করবেন,মুরলী ব্যান্ড – হবিগঞ্জ।
বলে সনাতন টিভি কে জানিয়েছেন রাম নবমী উদযাপন পরিষদ এর সাংগঠনিক সম্পাদক শান্ত পাল, তিনি আরো বলেন সকাল থেকেই আমাদের বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন রয়েছে, যেমন জেলা বৃত্তিক গীতা প্রতিযোগীতা,জীবন্ত পিতা মাতার পুজা, কুইজ প্রতিযোগীতা, তীর ধনুক দিয়ে রাবণ বধ প্রতিযোগীতা,ভাগবত আলোচনা, বৈদিক নৃত্য, সংগীতময় ভাগবত আলোচনা ও রাম কথা কির্ত্তন,পরিবেশনা করবেন,মুরলী ব্যান্ড – হবিগঞ্জ।
এছাড়া রয়েছে বিশেষ থিম রামায়ণ থেকে।
এবছর রাম নবমী উদযাপন পরিষদ মৌলভীবাজার এর নেতৃবৃন্দ ধারণা করতেছেন ৮ হাজার থেকে ১০ হাজার ভক্তবৃন্দের সমাগম হবে অনুষ্ঠানে, সবার জন্য প্রস্তুত থাকবে প্রভু রাম চন্দ্রের মহাপ্রসাদ,এবছর রাম নবমী অনুষ্ঠিত হবে মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকায়র শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে,পুজা কমিটি সনাতন টিভির মাধ্যমে সকল সনাতনী ভক্তবৃন্দ আমন্ত্রণ জানিয়েছেন।