মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্ম পরিবর্তন করে বিয়ে! স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় ধর্ষণের শিকার রাউজানে লোকনাথ আশ্রমের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত লামা কেন্দ্রীয় গীতা শিক্ষা নিকেতনের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন রামনাথ পাড়া লোকনাথ সেবাশ্রমের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানামযজ্ঞ অনুষ্ঠিত সনাতনীদের জমি হাতিয়ে নিতে তৎপর প্রতারক চক্র,পটিয়ায় ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা শিব চতুর্দশী উপলক্ষে রাঙামাটির আসামবস্তি শিব মন্দিরে ৩ দিন ব্যাপী উৎসবের আয়োজন রাঙামাটি শংকর মিশনের বিশ্বশান্তি গীতাযজ্ঞ, গীতা প্রতিযোগিতা ও সনাতন ধর্ম সম্মেলন সম্পন্ন উত্তর গুজরায় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ ও জ্বালামুখী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত চট্টগ্রামের রাউজানে গশ্চি দাশ পাড়া সার্বজনীন শ্রীশ্রী গীতা মন্দিরের বিশ্বশান্তি গীতা যজ্ঞের ৩০তম বর্ষপূতি উদযাপিত হয়েছে মৌলভীবাজার রাম নবমী তে এবার হতে যাচ্ছে রাবণ বধ ও জীবন্ত পিতা মাতার পুজা

মৌলভীবাজার রাম নবমী তে এবার হতে যাচ্ছে রাবণ বধ ও জীবন্ত পিতা মাতার পুজা

Spread the love

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:-

আসছে আগামী ২৩ শে চৈত্র ১৪৩১ বাং,০৬ই এপ্রিল ২০২৫ ইং,রোজ রবিবার, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি শুভ রামনবমী, এ উপলক্ষে মৌলভীবাজার রাম নবমী উদযাপন পরিষদ এর আয়োজনে শহরের শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে হতে যাচ্ছে বিশাল আয়োজনে রাম নবমী উদযাপন, এতে রাবণ বধ পালা ( মঞ্চ নাটক) পরিবেশন করবে,ভোলানাথ নাট্য সংঘ,দিরাই,সুনামগঞ্জ বলে সনাতন টিভি কে জানিয়েছেন রাম নবমী উদযাপন পরিষদ এর সাংগঠনিক সম্পাদক শান্ত পাল, তিনি আরো বলেন সকাল থেকেই আমাদের বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন রয়েছে, যেমন জেলা বৃত্তিক গীতা প্রতিযোগীতা,জীবন্ত পিতা মাতার পুজা, কুইজ প্রতিযোগীতা, তীর ধনুক দিয়ে রাবণ বধ প্রতিযোগীতা,ভাগবত আলোচনা, বৈদিক নৃত্য, সংগীতময় ভাগবত আলোচনা ও রাম কথা কির্ত্তন,পরিবেশনা করবেন,মুরলী ব্যান্ড – হবিগঞ্জ।

বলে সনাতন টিভি কে জানিয়েছেন রাম নবমী উদযাপন পরিষদ এর সাংগঠনিক সম্পাদক শান্ত পাল, তিনি আরো বলেন সকাল থেকেই আমাদের বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন রয়েছে, যেমন জেলা বৃত্তিক গীতা প্রতিযোগীতা,জীবন্ত পিতা মাতার পুজা, কুইজ প্রতিযোগীতা, তীর ধনুক দিয়ে রাবণ বধ প্রতিযোগীতা,ভাগবত আলোচনা, বৈদিক নৃত্য, সংগীতময় ভাগবত আলোচনা ও রাম কথা কির্ত্তন,পরিবেশনা করবেন,মুরলী ব্যান্ড – হবিগঞ্জ।

এছাড়া রয়েছে বিশেষ থিম রামায়ণ থেকে।
এবছর রাম নবমী উদযাপন পরিষদ মৌলভীবাজার এর নেতৃবৃন্দ ধারণা করতেছেন ৮ হাজার থেকে ১০ হাজার ভক্তবৃন্দের সমাগম হবে অনুষ্ঠানে, সবার জন্য প্রস্তুত থাকবে প্রভু রাম চন্দ্রের মহাপ্রসাদ,এবছর রাম নবমী অনুষ্ঠিত হবে মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকায়র শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে,পুজা কমিটি সনাতন টিভির মাধ্যমে সকল সনাতনী ভক্তবৃন্দ আমন্ত্রণ জানিয়েছেন।



আমাদের ফেসবুক পেইজ