তুষার কান্তি ধর, সনাতন টিভি, জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি সদর।
খাগড়াছড়ি জেলা সদরস্থ শ্রীশ্রী রাধা-বঙ্কুবিহারী মন্দির, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ(ইসকন), খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে রথ শোভাযাত্রা’র উদ্বোধনী আলোচনা সভা-২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় মহান আর্শিবাদক- শ্রীপাদ মুক্তিদাতা চৈতন্য দাস ব্রহ্মচারী, শ্রীধাম, বৃন্দাবন, ভারত। প্রধান অতিথি ছিলেন- শ্রী নির্মলেন্দু চৌধুরী, মেয়র, খাগড়াছড়ি পৌরসভা। সম্মানিত বিশেষ অতিথি ছিলেন- জনাব মোঃ দিদারুল আলম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা। আরো উপস্থিত ছিলেন- কল্যাণমিত্র বড়ুয়া, সম্মানিত সদস্য, পার্বত্য জেলা পরিষদ, খাগড়াছড়ি। * বাবু পরিমল দেবনাথ, কাউন্সিলর, ০৮নং ওয়ার্ড, খাগড়াছড়ি পৌরসভা। রথ শোভাযাত্রা’র উদ্বোধন করেন মাননীয় মেয়র “ শ্রী নির্মলেন্দু চৌধুর “ মহোদয়। উক্ত শোভাযাত্রাটি পরিচালনা করেন- শ্রীশ্রী রাধা-বঙ্কুবিহারী মন্দির, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ(ইসকন), পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দরা। এছাড়াও ০৯ দিন ব্যাপী শ্রীশ্রী লক্ষ্মী নারায়ন মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী রাধা-বঙ্কুবিহারী মন্দির, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ(ইসকন), পরিচালনা কমিটির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান চলবে।