রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে বিনাজুরী জামুয়াইন সাধক শ্রীমৎ নারায়ণ সাধু কর্তৃক প্রতিষ্ঠিত, শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ আশ্রম এর ৩১তম বর্ষপূর্তি কিংবদন্তী সাধক শ্রীশ্রীমৎ স্বামী মাধবানন্দ মহারাজ ও বৈষ্ণবকুল তিলক শ্রীশ্রী ১০৮ মহন্ত মুরারী দাস বাবাজীর স্মরণে মহতী শ্রীমদ্ভগবদগীতাপাঠ, শ্রীশ্রী গুরু পূজা, ভাগবতীয় আলোচনা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সার্বজনীন শ্রীশ্রী অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে (সোমবার) বিনাজুরী জামুয়াইন শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রম প্রাঙ্গণে আয়োজিত ভাগবতীয় আলোচনা সভায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলক ও আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের শ্রীধাম বৃন্দাবন থেকে আগত শ্রীকৃষ্ণ দাস বাবাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী রবীন্দ্র লাল চৌধুরী, প্রধান ধর্মীয় আলোচক ছিলেন নন্দিত ভাগবতীয় বক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ শ্রী সুপণ বিশ্বাস (শঙ্করেশ)। অনুষ্ঠানে রতন মুহুরীর সভাপতিত্বে ও চম্পক চক্রবর্তী রিটুর সঞ্চালনায় অতিথি ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, যুবলীগ নেতা জুয়েল মহাজন সহ আরো অনেকেই।
এছাড়াও ধর্মীয় নানান মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্যে ছিলো গঙ্গা আহ্বান, মঙ্গলারতি, গুরুপূজা, মহানামযজ্ঞের শুভ অধিবাস, প্রসাদ আস্বাদন। ১৪ মে (মঙ্গলবার) ব্রহ্মমুহূর্ত হতে শুরু হওয়া অহোরাত্রব্যাপী মহানামযজ্ঞ বুধবার নগর পরিক্রমা ও পূর্ণাহুতির মাধ্যমে শেষ হয়।