রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: অন্তর পাল আকাশ
বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিপালক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে রাউজানে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এক ধর্মীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, “জননেত্রী শেখ হাসিনা অসম্প্রদায়িক চেতনা বাংলাদেশের একমাত্র প্রতীক। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশে সব ধর্মের মানুষ নিরাপদে থাকে। তিনি এদেশের সকল ধর্মবর্ণের মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রেখেছেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদিয়ে সনাতন সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান।
গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) রাউজান উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে আর্শিবাদক ছিলেন আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের বিভাগীয় সম্পাদক ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চেয়ারম্যান প্রিয়োতোষ চৌধুরীর সভাপতিত্বে ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাুবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, ফারাজ করিম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চেয়ারম্যন আবদুর রহমান,শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, রবিন্দ্রলাল চৌধুরী, সমীর দাশ গুপ্ত,জসিম উদ্দিন চৌধুরী, রাজীব সিংহ, সুমন দে,তসলিম উদ্দিন, সারজু মোহাম্মদ নাছিৃর,শওকত হোসেন, সাইদুল ইসলাম, রুনু ভট্টচার্য্য,সাজু পালিত, অশোক পালিত,উজ্জল কান্তি দাশ, টিপু কান্তি দে,দিলীপ কুমার দে, মিঠু শীল প্রমুখ।
পরে উপজেলা চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রার র্যালী বের করা হয়। ১০ হাজার কৃষ্ণভক্তের অংশ গ্রহণে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাউজান রাস বিহারী ধামে গিয়ে শেষ হয়। সেখানে শোভাযাত্রায় অংশ নেওয়া ভক্তদের মাঝে মহা প্রসাদ বিতরণ করা হয়।