নিজস্ব প্রতিবেদক: অন্তর পাল আকাশ
ত্রিনয়ন সংঘের উদ্দ্যোগে সর্বজনীন গণেশ পূজা উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বাবু শ্রী ত্রিদীব কান্তি দাশ, প্রাক্তন সদস্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও সহ-সভাপতি, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – শ্রী অমলেন্দু হাওলাদার, আহ্বায়ক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখা। শ্রী আশীষ দাশগুপ্ত, সাধারণ সম্পাদক, শ্ৰী শ্ৰী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ, রাঙামাটি জেলা শাখা। শ্রী স্বপন কান্তি মহাজন, সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখা।
শ্রী খোকন কুমার দে, অর্থ সম্পাদক, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা দাশ ও হিন্দু বিবাহ নিবন্ধক রাঙামাটি সদর। শ্রী জুয়েল দে, সাংগঠনিক সম্পাদক, শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম, মাঝের বস্তি, রাঙ্গামাটি পার্বত্য জেলা। শ্রী উজ্জ্বল মল্লিক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ। শ্রী জিতু কর্মকার, চীফ ডিরেক্টর, সনাতনী শিক্ষা বৃত্তি, ফান্ড প্রকল্প কেন্দ্রীয় কমিটি শ্রী হিমাদ্রী দে হিমু, উপদেষ্টা, ত্রিনয়ন সংঘ ও সাধারণ সম্পাদক, জাগো হিন্দু পরিষদ, রাঙ্গামাটি জেলা শাখা শ্রী অনিক দে, সভাপতি, ত্রিনয়ন সংঘ, মাঝেরবস্তি, রাঙ্গামাটি পার্বত্য জেলা। স্বাগত বক্তব্য রাখেন : শ্রী অতুল প্রসাদ দাশ, সাধারণ সম্পাদক, ত্রিনয়ন সংঘ, মাঝেরবস্তি, রাঙ্গামাটি পার্বত্য জেলা।