অজয় মিত্র: নিজস্ব প্রতিনিধি
আজ (২৭ মার্চ) রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় রাঙামাটি জেলা কার্যালয়ের অধীন শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন তুষার কান্তি বড়ুয়া ( অধ্যক্ষ,রাঙামাটি সরকারি কলেজ), মোঃ ইকরামুল্লাহ (এপিডিও)-জেলা শিক্ষা অফিস, মোঃ বকতিয়ার হোসেন (মাস্টার টেইনার) ইসলামিক ফাউন্ডেশন, আশীষ দাশগুপ্ত (সভাপতি, শ্রীশ্রী গীতাশ্রম রির্জাভ বাজার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাপ্পি পাল জয় (সহকারী প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, রাঙামাটি জেলা কার্যালয়। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন কেন্দ্র শিক্ষক বিজয় কর।
অনুষ্ঠানে পুরষ্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষকরা হলেন জয়ন্তী ত্রিপুরা, পপি ঘোষ, তনিমা দে, পূজা দে, প্রিয়া চৌধুরী। শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে পুরষ্কারপ্রাপ্তরা হলো অনুপম বিশ্বাস আবির, শ্রীধা চৌধুরী, রাজ দে রূপ, আইয়ান দে, পিয়ানো দাশ, ঋদ্ধি দে মুগ্ধ, অর্পা দে, লাবনী মিত্র, সুস্মিতা দাশ, রুদ্র দে।
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সার্বিক সফলতায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও পরিচ্ছন্ন সম্প্রীতির দেশ গঠনে এই কার্যক্রম ভূমিকা রাখবে বলে মত ব্যক্ত করেন উপস্থিত সকলে।