অজয় মিত্র ( নিজস্ব প্রতিনিধি)
শনিবার (২ নভেম্বর) বেলা ৪ টায় ঢাকাসহ সারা দেশের ন্যায় রাঙ্গামাটি পৌরসভা চত্বরে সংখ্যালঘুদের প্রাণের ৮ দফা দাবী দ্রুত বাস্তবায়ন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাড. রানা দাশ গুপ্ত, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় প্রভু, লীলারাজ প্রভু, সমন্বয়কবৃন্দ সহ বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, সংখ্যালঘুদের উপর হামলা, ভাঙচুর, হত্যা, ধর্ষণ, অগ্নি সংযোগের ঘটনা সমূহ জাতিসংঘের মাধ্যমে তদন্তের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে মহিলা ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সনাতন যুব পরিষদ, জাগো হিন্দু পরিষদ সহ সংখ্যালঘুদের বিভিন্ন সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা সকলে দেশের প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ ও অধিকার আদায়ের আন্দোলন নিয়ে নানান ষড়যন্ত বন্ধের জোর দাবী জানান।
তারা বলেন, বছরের পর বছর দীর্ঘদিনের অত্যাচার নিপীড়ন, অধিকারের লড়াই সংগ্রাম হঠাৎ জেঁকে বসেনি, সীমা যখন চরম পর্যায়ে গেছে, পিঠ যখন দেওয়ালে ঠেকে গেছে, তখন নিরুপায় হয়ে সবাই আজ ঐক্যবদ্ধ।
প্রয়োজনে কঠোর কর্মসূচীর মাধ্যমে চুড়ান্ত দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও জানান তারা।