সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মীরসরাইয়ে পার্থসারথী বৈদিক বিদ্যাপীঠের উদ্বোধন, বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা বাগীশিক বোয়ালখালী পৌরসভা সংসদ এর শ্রীমদ্ভগবদ্ গীতা বার্ষিক মূল্যায়ন চূড়ান্ত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ নাচে গানে বরণ করে নিল বাংলা নববর্ষকে সমাজ গঠনে বইয়ের শক্তি উদযাপিত হলো আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী সীতাকুণ্ডে জ্যোগীশিস এর নতুন স্কুল উদ্বোধন রাম নবমীতে আর্য কল্যাণ ফাউন্ডেশন আত্মপ্রকাশ রাঙ্গামাটিতে চলছে শ্রী রাম নবমীর ৩ দিনব্যাপী উদযাপন বোয়ালখালীর কদুরখীল কমল মহাজন বাড়ির নতুন মন্দিরের ২ দিনব্যাপী অভিষেক আয়োজন, পুষ্পযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটির আসামবস্তি শীতলা মন্দিরে মায়ের পূজা ও উৎসব আগামীকাল ধর্ম পরিবর্তন করে বিয়ে! স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় ধর্ষণের শিকার

রাঙামাটির আসামবস্তি শীতলা মন্দিরে মায়ের পূজা ও উৎসব আগামীকাল

Spread the love

 অজয় মিত্র : সনাতন টিভি 

পার্বত্য শহর রাঙামাটির আসামবস্তি শ্রী শ্রী শীতলা মাতৃ মন্দিরে মায়ের পূজা ও নানান ধর্মানুষ্ঠান আগামীকাল (শনিবার) ২২ মার্চ’ ২০২৫ইং অনুষ্ঠিত হবে।

আজ ২১ মার্চ’২০২৫ইং (শুক্রবার) সন্ধ্যা ৭টায় সনাতন ধর্মাবলম্বী ও বিশ্বে প্রকৃত শান্তিকামী সকলের মঙ্গল কামনায় স্থানীয় ‘শিব মন্দির সম্প্রদায়’ এর পরিবেশনায় হরিনাম সংকীর্তন।

২২ মার্চ’২০২৫ইং (শনিবার) সকাল ৯টায় শ্রী শ্রী শীতলা মায়ের পূজারম্ভ। এতে পৌরোহিত্য করবেন শ্রী নির্মল চক্রবর্তী।

সকাল ১০টা হতে শুরু শ্রীমদ্ভগবতগীতা পাঠ। পরিচালনা করবেন গীতা সমন্বয় পরিষদ, রাঙামাটি।

দুপুর ১২টায় স্মরণসভা ও ধর্মসভা। মন্দির পরিচালনা কমিটির প্রয়াত সভাপতি স্বর্গীয় তপন দে’র স্মরণে শোক ও স্মরণসভা। ধর্মসভা পরিচালনা করবেন পন্ডিত প্রবর শ্রী নির্মল চক্রবর্তী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তবলছড়ি শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের পুরোহিত শ্রী রনধীর চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে থাকছেন রিজার্ভ বাজার গীতাশ্রমের পুরোহিত পন্ডিত শ্রী পুলক চক্রবর্তী, শ্রী শ্রী জগধ্বাত্রী মন্দিরের পুরোহিত শ্রী মিলন চক্রবর্তী।

দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ।

বিকাল ৪টায় কুইজ প্রতিযোগিতা। সন্ধ্যা ৭টায় স্থানীয় শিল্পীদের আয়োজনে ধর্মীয় সংগীতানুষ্ঠান। উক্ত আয়োজনে সভাপতিত্ব করবেন শ্রী শ্রী শীতলা মাতৃ মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্রী দুলাল মজুমদার। অনুষ্ঠান পরিচালনায় শ্রী শ্রী শীতলা মাতৃ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী অজিত দাশ।

উক্ত মাঙ্গলিক ধর্মীয় আয়োজনে সকলের সবান্ধব উপস্থিতি সমস্ত আয়োজনকে সাফল্য মন্ডিত করবে- এমনটাই প্রত্যাশা করেছেন উৎসব পরিচালনা কমিটির আহবায়ক ম্রী মানস মজুমদার ও সদস্য সচিব সৌরভ দে।



আমাদের ফেসবুক পেইজ