অজয় মিত্রঃ সনাতন টিভি
পারিবারিক থেকে সর্বজনীন, পাড়া মহল্লা থেকে শিক্ষা প্রতিষ্ঠান, পার্বত্য রাঙামাটি শহরে মন্ডপে মন্ডপে চলছে বিদ্যার দেবী মা সরস্বতীর আরাধনা।
গত রাত থেকেই নানান আলোক সজ্জায় শুরু উৎসবের আমেজ। ভোর হতেই সনাতন ধর্মাবলম্বীরা ফুল, দূর্বা, বিল্লপত্র, নৈবেদ্য নিয়ে ছুটছেন মন্ডপে। পারিবারিক আয়োজনের পূজামন্ডপেও রয়েছে নানান ব্যস্ততা।
দিনব্যাপী নানান ধর্মীয় ও বর্ণিল আয়োজনেই চলবে বিদ্যা দেবীর আরাধনা।
সন্ধ্যায় মন্ডপগুলোতে আরতিতে বাড়বে ভক্ত সমাগম। কোথাও কোথাও পূজাপাঠ ছাড়াও রয়েছে নানান সামাজিক আয়োজন।
সরস্বতী পূজার মতই পার্বত্যাঞ্চলে যেকোন ধর্মের আয়োজনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ী বাঙালী সকলের মাঝেই দেখা যায় এক উৎসব মুখর পরিবেশ।
AM/P