সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর গুজরায় শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ ও জ্বালামুখী মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত চট্টগ্রামের রাউজানে গশ্চি দাশ পাড়া সার্বজনীন শ্রীশ্রী গীতা মন্দিরের বিশ্বশান্তি গীতা যজ্ঞের ৩০তম বর্ষপূতি উদযাপিত হয়েছে মৌলভীবাজার রাম নবমী তে এবার হতে যাচ্ছে রাবণ বধ ও জীবন্ত পিতা মাতার পুজা আহলা দূর্গাবাড়ি ও লোকনাথ আশ্রমে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তন উৎসব শুরু বৃহস্পতিবার দিনাজপুরের বীরগঞ্জে ৩৯৫ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১ রাঙামাটির মন্ডপে মন্ডপে চলছে বিদ্যাদেবীর আরাধনা সিইপিজেড কৃষ্ণ মন্দিরের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব আগামীকাল রাউজানে স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি উপলক্ষে তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন মৌলভীবাজারে শত কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠিত গোপালগঞ্জে ২ মন্দিরে প্রতিমা-পূজার সরঞ্জাম সহ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

রাঙামাটি তবলছড়ি শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিদর্শনে নেপালের রাষ্ট্রদূত

Spread the love

অজয় মিত্র 

স্টাফ রিপোর্টার সনাতন টিভি  

আজ (১৮ জানুয়ারী, ২০২৫) সকালে পার্বত্যাঞ্চলের সর্বপ্রাচীন রাঙামাটির সনাতন ধর্মাবলম্বীদের ১৫৩ বছরের পুরানো কেন্দ্রীয় ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিদর্শন করেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

এ সময় তিনি মায়ের কাছে সকল সনাতন ধর্মাবলম্বী তথা বিশ্বশান্তি কামনায় প্রার্থনা করেন।

নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী মন্দিরে এসে পৌঁছালে, তাকে ফুলেল শুভেচ্ছা জানান মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পংকজ মল্লিক ও রাঙ্গামাটিতে বসবাসরত নেপালী বংশদ্ভূত রাঙ্গামাটির স্থায়ী বাসিন্দারা।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ মল্লিক বলেন, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী মায়ের মন্দির দেখে অভিভূত হয়েছেন। তিনি উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন। রাঙামাটি শহরবাসীর সহজ সরল আতিথেয়তার প্রশংসা করেন।

নেপালের রাষ্ট্রদূতদের সাথে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক, মন্দিরের পুরোহিত রনধির চক্রবর্তী, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পংকজ মল্লিক, মন্দিরের সেবক দিলীপ দে, আশীষ দাশগুপ্ত, সাংবাদিক নন্দন দেবনাথ, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের সহ সভাপতি শিলা রায়, গুর্খা কল্যাণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ পংকজ বাহাদুর গুর্খ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আমাদের ফেসবুক পেইজ