বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সীতাকুণ্ডে জ্যোগীশিস এর নতুন স্কুল উদ্বোধন রাম নবমীতে আর্য কল্যাণ ফাউন্ডেশন আত্মপ্রকাশ রাঙ্গামাটিতে চলছে শ্রী রাম নবমীর ৩ দিনব্যাপী উদযাপন বোয়ালখালীর কদুরখীল কমল মহাজন বাড়ির নতুন মন্দিরের ২ দিনব্যাপী অভিষেক আয়োজন, পুষ্পযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটির আসামবস্তি শীতলা মন্দিরে মায়ের পূজা ও উৎসব আগামীকাল ধর্ম পরিবর্তন করে বিয়ে! স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় ধর্ষণের শিকার রাউজানে লোকনাথ আশ্রমের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত লামা কেন্দ্রীয় গীতা শিক্ষা নিকেতনের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সম্পন্ন রামনাথ পাড়া লোকনাথ সেবাশ্রমের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানামযজ্ঞ অনুষ্ঠিত সনাতনীদের জমি হাতিয়ে নিতে তৎপর প্রতারক চক্র,পটিয়ায় ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাঙ্গামাটিতে চলছে শ্রী রাম নবমীর ৩ দিনব্যাপী উদযাপন

Spread the love

অজয় মিত্র, সনাতন টিভি 

অযোধ্যার রাজা দশরথ ও রাণী কৌশল্যার সন্তান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের শুভ জন্ম জয়ন্তী উপলক্ষে পার্বত্য রাঙ্গামাটি জেলায় সম্মিলিত শ্রী শ্রী রাম নবমী উদযাপন পরিষদের উদ্যোগে চলছে ৩ দিনব্যাপী আয়োজন।

শহরের আপার রাঙ্গামাটি কেরানী পাহাড়ের শ্রী শ্রী গোবিন্দ মুরালী মনোহর মন্দিরে ৫ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ৩ দিনের আয়োজনে গতকাল [শনিবার] ৫ এপ্রিল ছিল চিত্রাংকন প্রতিযোগিতা, প্রভু রামচন্দ্রের বরণ, মঙ্গল ঘট স্থাপন, শুভ অধিবাস।

আজ [রবিবার] ৬ এপ্রিল আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে মঙ্গলারতি, প্রভু রামচন্দ্রের অভিষেক, প্রভু রামচন্দ্রের পূজার্চনা, স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, পুষ্পাঞ্জলি প্রদান, ধর্মীয় আলোচনা সভা।

ধর্মীয় আলোচনা সভায় উদ্বোধক হিসেবে রয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি শিক্ষক অরূপ কুমার মুৎসুদ্দি, প্রধান অতিথি ১১ ইষ্ট বেঙ্গল রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুনায়েদ উদ্দীন শাহ চৌধুরী, গেস্ট অফ অনার রাঙ্গামাটি পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, বিশেষ অতিথি রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য দয়াল দাশ, রাঙ্গামাটি জেলা বিএনপি সভাপতি দিপেন তালুকদার দীপু, রাঙ্গামাটি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এ্যড. মামুনুর রশীদ মামুন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলা সভাপতি অমলেন্দু হাওলাদার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙ্গামাটি জেলা আহবায়ক শ্রীমতি নন্দিতা দাশ, রাঙ্গামাটি জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বির, জাগো হিন্দু পরিষদ রাঙ্গামাটি জেলা সহ সভাপতি জুয়েল দত্ত মালু। ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করবেন শ্রী সুজন কুমার দে সম্মিলিত শ্রী শ্রী রামনবমী উদযাপন পরিষদ।

দুপুরে পুরস্কার বিতরণী, আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ। সন্ধ্যায় সমবেত প্রার্থনা ও সন্ধ্যারতি।

৭ এপ্রিল [সোমবার] বেলা ৩টায় প্রভু শ্রী রামচন্দ্রের বিসর্জন।

সম্প্রীতির পার্বত্য এই শহরে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ ভাবে মাঙ্গলিক এই আয়োজনে সকলের আন্তরিক উপস্থিতি প্রত্যাশা করেছে সম্মিলিত শ্রী শ্রী রামনবমী উদযাপন পরিষদ রাঙ্গামাটি।



আমাদের ফেসবুক পেইজ