ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের ১২৬তম আবির্ভাব ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮তম শুভ আর্বিভাব তিথি উপলক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা দূর্গম জনপদ লংগদু উপজেলার মাইনীমুখ জেলে পাড়া শিব মন্দির প্রাঙ্গনে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), চট্টগ্রাম এর বিভাগীয় প্রধান কার্যালয় নন্দনকাননস্থ শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রম এর সার্বিক ব্যবস্থাপনায় রাঙ্গামাটি শ্রীশ্রী রাধারাসবিহারী মন্দিরের পরিচালনায় প্রায় শতাধিক সনাতনী শিক্ষার্থীদের মধ্যে ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীমদ্ভগবদগীতা যথাযথ বিতরণ ও “মনুষ্য জীবনে ভগবদগীতার গুরুত্ব” বিষয়ক আলোচনা সভা অনুষ্টিত হয়। এছাড়াও শতাধিক শিক্ষার্থীসহ ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা দূর্গম জনপদ লংগদু উপজেলার মাইনীমুখ জেলে পাড়া শিব মন্দিরের কোষাধ্যক্ষ লিটন কুমার শীল এর সঞ্চালনায় শিব মন্দির পরিচালনা পরিষদের সভাপতি বাবু পরিমল চন্দ্র শীল এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসকন রাঙ্গামাটি শ্রীশ্রী রাধারাসবিহারী মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ নিতাই নুপুর দাস ব্রহ্মচারীর, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম ইসকন নন্দনকাননস্থ শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গৌর নিতাই আশ্রমের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীমান মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী, গোলশাহাখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রীমান প্রিয়ব্রত মাধব দাস, সুকান্তি গৌরাঙ্গী দেবী দাসী, বিপন চন্দ্র শীলসহ প্রমুখ ।
ইসকন প্রতিষ্ঠতা আচার্য শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক ১৩০টিরও বেশী ভাষায় সংকলিত “শ্রীমদ্ভগবদগীতা যথাযথ” এর গুরুত্ব এবং গীতা অধ্যয়নের গুরুত্ব সম্পর্কে উপস্থিত বক্তারা আলোচনা করেন ।
তারা আরো বলেন যে, মানব সমাজে ভগবদগীতার অনুশাসন পালন করে আমরা সুখী হতে পারি। এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা গীতাময় জীবন গঠনের সংকল্প গ্রহন করে। যাঁরা উক্ত অনুষ্ঠানে সার্বিক সাহায্য ও সহযোগিতা প্রদান করেছেন তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন পূর্ব প্রার্থনা করে অনুষ্ঠান শেষ করা হয়।
উল্লেখ্য যে, ইসকন সারা বাংলাদেশে সনাতনী শিক্ষার্থীদের মান উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর এ মহতী কাজে তাঁরা সমাজের সকলের সাহায্য ও সহযোগিতা নিয়ে সফলভাবে এগিয়ে যাচ্ছে। যদি সমাজের বিবেকবান ও সহৃদয় ব্যক্তিরা এ আনন্দময় কার্যে যুক্ত হোন তাহলে এ প্রচার আরো বেগবান ও সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।