পবিত্র শ্রীরাম নবমী — সনাতন ধর্মে, ধর্ম , শাশ্বত ,ন্যায়, কর্তব্যপরায়নতা ও কল্যাণের প্রতীক ভগবান শ্রী রাম চন্দ্র। ২০২৫ সালে ভগবান বিষ্ণুর ৭ম অবতার শ্রী রামচন্দ্রের ৭১৪০ তম জন্মদিন। নবমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই এই তিথিকে রাম নবমী বলা হয়। সেই পুণ্যতিথিতে রাম নবমীতেই আত্মপ্রকাশ ঘটেছে আর্য কল্যান ফাউন্ডেশনের।
এই পূণ্য তিথিতে রংপুর ধর্ম সভা মন্দিরে ধর্ম, কল্যাণ ও সমাজসেবার পবিত্র অঙ্গনে এক মহতী উদ্যোগের শুভ সূচনা করলেন “আর্য কল্যাণ ফাউন্ডেশন”।
৬ এপ্রিল রোজ রবিবার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে ১মেই হোম যজ্ঞ দিয়ে শুরু হয়। যজ্ঞ শেষ অনুষ্ঠানের লক্ষ্য-উদ্দেশ্য স্লাইডশো এর মাধ্যমে প্রেজেন্টেশন তুলে ধরেন ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। এর পর বক্তব্য শেষে ধর্মীয় ভজন সংগীত এবং প্রসাদ বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পার্থ বোস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রী জয়বাবু আর্য এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি এবং প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক বৃন্দ।