আশীষ দাশ গুপ্ত হবিগঞ্জ লাখাই প্রতিনিধি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ১৬৩বছরের পুরনো শ্রী শ্রী গোপাল জিউ আশ্রম সন্তুধাম এর দেবোত্তর সম্পাদ অবৈধ ভাবে দখল করে ঘর বাড়ি তৈরি করার অভিযোগ উঠেছে দির্ঘ দিন ধরে । অবৈধ দখল কারীদের যাতে উচ্ছেদ না করতে পারে দেবোত্তর সম্পত্তি দখলধারীরা কর্তৃক দাখিলকৃত স্বত্ত মামলা নং ১৬৩/২০১৫ হবিগঞ্জ বিজ্ঞ আদালত দায়ের করলে দির্ঘ দিন পর আদালত গত বৃহস্পতিবার ২১ জানুয়ারী মামলাটি খারিজ করে ।এখন শ্রী শ্রী গোপাল জিউ আশ্রমের ১৫.১২ একর দেবোত্তর সম্পত্তি উদ্ধারে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন আশ্রমের সভাপতি তাপস কিশোর রায়। তিনি আরো বলেন আশ্রমের সাথে যুক্ত সকল সনাতন ধর্মাবলম্বীদের পরিশ্রম সার্থক হলো।
স্বরজমিনে জানা যায় আশ্রয়ের জায়গা দখলের এ ঘটনায় দির্ঘদিন ধরে চাপা ক্ষোভ বিরাজ করছে লাখাই উপজেলার ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে। হবিগঞ্জ জেলার হিন্দু বুদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এডাঃ সরাজ রঞ্জন বিশ্বাস বলেন সব জায়গায় এই উচ্ছেদ অভিযান চলছে কিন্তু প্রসাশনকে এত বলার পরও আশ্রমের জায়গা দখল মুক্ত হয়নি কারন আইনি বাধা দেখিয়েছে এখন আর কোন বাধা নেই।
সাবেক সভাপতি এডাঃ অহিন্দ্র দত্ত চৌধুরী বলেন ভুমি অফিসের যোগসাজশে সরকারি কিছু কর্মকতার সহযোগিতা করে দখলদার দের বসিয়ে রেখেছে।হবিগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি অনুপ কুমার দেব মনা বলেন উচ্ছেদ এর নামে রাজনীতি চলছে প্রয়োজনে প্রধানমন্ত্রীর নিকট যাব,।