মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিবেকানন্দ স্টাডি এন্ড ফিলানথ্রপিক সেন্টার অব নিউইয়র্ক’র উদ্যোগে শীত বস্ত্র বিতরণ আরব -আফ্রিকা সৎসঙ্গের উদ্যোগ ঠাকুর অনুকূল চন্দ্রের বনভোজন মহোৎসব ২০২৫ উদযাপন ইডেন কলেজের হিন্দু শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জমকালো আয়োজনে বন্ধুত্বের ‘মিলনমেলা’ গ্রুপের ২য় বর্ষপূর্তি উদযাপন রাঙামাটি তবলছড়ি শ্রী শ্রী রক্ষাকালী মন্দির পরিদর্শনে নেপালের রাষ্ট্রদূত কাপ্তাই উপজেলায় শ্রীমদ্ভাগবত সংঘের ৯তম দ্বিবার্ষিক সম্মেলন ও কমিটি গঠন সনাতন ধর্মাবলম্বীদের মকর সংক্রান্তির আরেকটি লোকউৎসব টুসু পুজা রাঙামাটিতে সংখ্যালঘুদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানালেন ডাঃ সুমিত রায় চৌধুরী দুর্গাপূজা উপলক্ষে সনাতন সমাজ কল্যাণ পরিষদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান
লাখো ভক্তের উপস্থিতিতে দেশের সর্ববৃহৎ রথ উৎসব ঢাকার ধামরাইয়ে চারশত বছরের ঐতিহ্যবাহী রথ উৎসব উদযাপিত
Spread the love

 

রনজিত কুমার পাল (বাবু)
ধামরাই(ঢাকা) থেকে —

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথ উৎসব ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধব দেবের ঐতিহাসিক প্রায় চারশত বছরের পুরোনো উপমহাদেশ খ্যাত ধামরাইয়ের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা উৎসবের রথটান লাখো ভক্তের উপস্থিতিতে উৎসবমুখর আনন্দঘন শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করা হয়েছে।
এ’রথ উৎসব হিন্দু ধর্মীয় ভাবধারায় প্রায় ৪০০ শত বৎসর পূর্ব হতে শুরু হলেও সাম্প্রদায়িক সম্প্রীতির কারনে এই উৎসব ব্যাপক ভাবে সার্বজনীনতা লাভ করেছে।
রবিবার (৭ জুলাই) রথ উৎসবের উদ্বোধনী অনষ্ঠান যশোমাধব মন্দির পরিচালনা ও রথ কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাস মহোদয়ের সভাপতিত্বে এ’উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানণীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা : সামন্ত লাল সেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের সাবেক মানণীয় জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার), ধামরাই পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা,ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান মো: আবদুল্লা আল মামুন , ধামরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ সিরাজুল ইসলাম শেখ পিপিএম, শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা ও রথ কমিটির সাধারন সম্পাদক ও কুমুদিনি ওয়েল ফেয়ার ট্রাষ্টের এমডি ও শহীদ দানবীর আর পি সাহার দৌহিত্র রাজিব প্রসাদ সাহা,ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় জুয়েল রানা, আফরোজা আক্তার, যশোমাধব মন্দির কমিটির সহ-সভাপতিত্বয় শ্রী জগদীশ চন্দ্র সরকার, শ্রী প্রদীপ কুমার মজুমদার, যুগ্ন সাধারণ সম্পাদকত্বয় শ্রী নন্দ গোপাল সেন, অ্যাডভোকেট বিমল চন্দ্র ঘোষ, শ্রী দীনেশ চন্দ্র পাল, কমিটির দপ্তর সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল, কোষাধ্যক্ষ শ্রী রতন পাল, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী সমীর সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন।

বিকেল ৪টায় মাধব মন্দির থেকে মাধব বিগ্রহসহ অন্যান্য বিগ্রহগুলি নিয়ে এসে সারাবছর যেখানে রথটি থাকে সেই রথ খোলায়,রথের উপর মূর্তিগুলি স্থাপন করা হবে। এর পর বিকেল সাড়ে ৪ টায় রথের শুভ উদ্বোধনী অনুষ্ঠান রথখোলায় অস্থায়ী স্থাপিত মঞ্চে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের আলোচনা সভা শেষে প্রধান অতিথি মানণীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মানণীয় মন্ত্রী ডা: সামন্ত লাল সেন প্রথমে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উদ্বোধন ঘোষনার পর রথ উৎসব ও মন্দিরের প্রধান পুরোহিত উত্তম গাঙ্গুলীর হাতে প্রতিকী রশি প্রদানের মাধ্যমে রথ টানার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।

এ’সময় ডাক ঢোল কাঁসর ঘন্টা ও মহিলাদের উলু ধ্বনিতে মাধব মন্দিরের বর্তমান প্রধান পুরোহিত উত্তম কুমার গাঙ্গুলী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করবেন। দুপুরে মাধব মন্দিরে ভোগ রাগের পর প্রসাদ বিতরণ করা হবে আগত হাজারো ভক্ত বৃন্দের মাঝে।
বিকেলে রথের সামনে লাখো ভক্তের উপস্থিতিতে উদ্বোধনী আলোচনা সভা শেষে বিকেল সাড়ে পাঁচটায় দিকে রথটানা শুরু হয়।
এই রথটি মূর্তি সমেত লাখো ভক্ত নর-নারী পাটের রশি ধরে কায়েত পাড়ার রথ খোলা থেকে প্রধান সড়ক দিয়ে টেনে পৌর এলাকার গোপনগরে নিয়ে যায়। এখানেই রথটি প্রতিবছরের ন্যায় ৯ দিন অবস্থান করবে।
মাধব ও অন্যান্য বিগ্রহগুলি রথ থেকে নামিয়ে নিয়ে ৯ দিন পূজারীদের দ্বারা পুজিত হবে কথিত মাধবের শ্বশুরালয় যাত্রাবাড়ি মন্দিরে।
রথ উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠানের আগে দুপুর দুইটার দিকে মানণীয় স্বাস্থ্য মন্ত্রী ডা: সামন্ত লাল সেন ঐতিহাসিক চারশত বছরের সুপ্রাচীন শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দিরে বিগ্রহ দর্শন করেন।
এ’সময় মন্দির কমিটির সভাপতি মেজর জেনারেল (অব:) জীবন কানাই দাস,
সাধারণ সম্পাদক শ্রী রাজীব প্রসাদ সাহা,পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আবদুল্লা আল মামুন, মন্দির কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সদস্য শ্রী সুধীর চৌধুরী, মন্দির কমিটির সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য শ্রী আশীষ কুমার মজুমদার সহ সকল পর্যায়ের নেতুবৃন্দ সহ প্রশাসনের কর্মকর্তাগনও উপস্থিত ছিলেন।

৯ দিন পর আগামী ১৫ই জুলাই রোজ সোমবার অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা উৎসব। পূর্বের ন্যায় মাধব ও অন্যান্য দেব-দেবী বিগ্রহ রথে চড়িয়ে ৯ জুলাই বিকেল ৬ টায় টেনে আনবে পূর্বের স্থান ধামরাই পৌর এলাকার কায়েতপাড়াস্থ রথখোলায়।
এখান থেকে মূর্তি গুলি চলে যাবে পুরোনো মাধবের নিজ আলয় মন্দিরে। রথ খোলায় রথটি সারা বছর থাকে বলে এই স্থানটির নামকরণ হয়েছে রথ খোলা।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে ৩৭ফুট উচ্চতা বিশিষ্ট মনোরম নবনির্মিত শ্রীশ্রী যশোমাধব দেবের রথটিই বর্তমান বিশ্বে সর্ববৃহৎ রথ।এটি ভারত সরকারের অর্থায়নে নির্মিত হয়েছে।
উক্ত রথ দিয়েই ২০১০ সাল থেকে শ্রীশ্রী যশোমাধব দেবের ঐতিহাসিক রথোৎসব উদযাপন করা হচ্ছে।

উল্লেখ্য – এবারের রথ উৎসবে প্রশাসনের পক্ষ থেকে বিপুল সংখ্যক পুলিশ,
র ্যাব,আনসার ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

আমাদের ফেসবুক পেইজ