বিপ্লব কান্তি দাশ,লামাঃ
বান্দরবানের লামায় সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ ধামের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী(২৪ মে ২০২২ইং) মঙ্গলবার শ্রী শ্রী গীতাযজ্ঞ,শাশ্বত তুলসীদান ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
আগামী সোমবার (২৩ মে ২০২২ইং) সন্ধ্য ০৬ ঘটিকায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার (২৪ মে) ভোর ০৬ ঘটিকায় মঙ্গলারতি ও বিশ্ব শান্তি কামনায় নগর কীর্তন, সকাল ০৮ ঘটিকায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ০৮.৩০ ঘটিকায় শ্রী শ্রী গীতাযজ্ঞ, পুষ্পযজ্ঞ ও শাশ্বত তুলসীদান।
উক্ত অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন শ্রী শ্রী লোকনাথ রাম ঠাকুর সেবাশ্রম শুচিয়া,চন্দনাইশ এর প্রতিষ্ঠাতা অধ্যাক্ষ শ্রীমৎ অজপানন্দ ব্রক্ষ্মচারী মহারাজ এছাড়া মন্দির প্রাঙ্গনে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচী অনুষ্ঠিত হবে। কর্মসূচীর মধ্যে প্রার্থনা, রাজ ভোগ নিবেদন, পুজা, গীতাপাঠ, আলোচনা সভা, মহা প্রসাদ বিতরণ এবং সন্ধ্যারতি ও পূর্ণাহুতি অনুষ্ঠিত হবে।
আগামী (২৪ মে) মঙ্গলবার লামার মধুঝিরিস্থ শ্রী শ্রী লোকনাথ ধামে শিবকল্প মহাযোগী ত্রিকালদর্শী পূর্ণব্রক্ষ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী বাবার মন্দিরের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে সনাতন ধর্মীয় মতে মহাযোগী সিদ্ধ এই পরম পুরুষের আদর্শ, উদ্দেশ্য লালন পালন ও ধারনের মাধ্যমে প্রতিটি পর্বে সনাতনী সম্প্রদায়ের সকল কে স্বপরিজনে আমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠান পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।