রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ অন্তর পাল আকাশ
চট্টলার স্বনামধন্য বিশিষ্ট গীতা পাঠক শ্রীযুক্ত রাখেশ সরকারের পিতা স্বর্গীয় শশাঙ্কর মোহন সরকার এর পরলৌকিক আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন।
গত ২০ নভেম্বর (রবিবার) স্বর্গীয় শশাঙ্কর মোহন সরকার পরলোক গমন করেছেন “ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু” তিনি ১৯৪২সালের ১২ই ফেব্রুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তরগুজরা গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তার মৃত্যুতে শোকাহত জানিয়েছেন আলোকিত যুব সমাজ, সনাতন বিদ্যার্থী সংসদ, শ্রীশ্রী অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ পরিচালনা পরিষদ সহ, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন।
তিনি ৪পুত্র ও ৪কন্যা সন্তানের জনক ছিলেন।
মৃত্যুকালে তিনি সহধর্মিণী, পুত্র, পুত্রবধু,কন্যা, জামাতা, নাতি-নাতনি আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
স্বর্গীয় শশাঙ্কর মোহন সরকার এর পরলৌকিক আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে গত ৫ই ডিসেম্বর (সোমবার) “মহতী শ্রীমদ্ভগবদ্-গীতা পাঠ”
শ্রীশ্রী গীতামৃত পরিবেশনায় ছিলেন চট্টলার স্বনামধন্য গীতা পাঠপাঠক ও যান্ত্রশিল্পীবৃন্দ।
পরে ক্রিয়া অনুষ্ঠানে শেষে পারিবারিক শ্মশান পরিক্রমা ও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।