মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর সুবর্ণচরে প্রকাশ্যে হিন্দু যুবক হত্যা ১৩৩ বছরের ঐতিহ্যে রাঙা শারদীয় উৎসব: রাউজানের উত্তর গুজরা সেনবাড়ির দুর্গাপূজা চট্টগ্রামে শারদীয় পূজায় ‘আমাদেরই বসুন্ধরা’ থিমে নজর কাড়ছে এনায়েতপুর ব্রজধাম আরব আমিরাতে শুভ মহালয়া অনুষ্ঠান উদযাপন রাঙামাটিতে রাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদের বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত দুর্গাপূজার আধ্যাত্মিক তাৎপর্য ও সমাজকল্যাণে মহাশক্তির আহ্বান—প্রদীপ কুমার সাহা হান্ডিয়াল শ্রী শ্রী জগন্নাথধামের সেবাইত হৃদয় চৈতন্য গোস্বামী আর নেই London Correspondent for Sanatan TV দেশের প্রতিটি জেলায় মডেল মন্দির নির্মাণের ঘোষণা শ্রীশ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দিরের সার্বজনীন শারদীয় দুর্গাপূজা কমিটি গঠন

শশাঙ্ক মোহন সরকারের মৃ’ত্যু’তে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

Spread the love

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ অন্তর পাল আকাশ

চট্টলার স্বনামধন্য বিশিষ্ট গীতা পাঠক শ্রীযুক্ত রাখেশ সরকারের পিতা স্বর্গীয় শশাঙ্কর মোহন সরকার এর পরলৌকিক আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন।

গত ২০ নভেম্বর (রবিবার) স্বর্গীয় শশাঙ্কর মোহন সরকার পরলোক গমন করেছেন “ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু” তিনি ১৯৪২সালের ১২ই ফেব্রুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তরগুজরা গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তার মৃত্যুতে শোকাহত জানিয়েছেন আলোকিত যুব সমাজ, সনাতন বিদ্যার্থী সংসদ, শ্রীশ্রী অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ পরিচালনা পরিষদ সহ, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন।

তিনি ৪পুত্র ও ৪কন্যা সন্তানের জনক ছিলেন।
মৃত্যুকালে তিনি সহধর্মিণী, পুত্র, পুত্রবধু,কন্যা, জামাতা, নাতি-নাতনি আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

স্বর্গীয় শশাঙ্কর মোহন সরকার এর পরলৌকিক আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান উপলক্ষে গত ৫ই ডিসেম্বর (সোমবার) “মহতী শ্রীমদ্ভগবদ্-গীতা পাঠ”
শ্রীশ্রী গীতামৃত পরিবেশনায় ছিলেন চট্টলার স্বনামধন্য গীতা পাঠপাঠক ও যান্ত্রশিল্পীবৃন্দ।

পরে ক্রিয়া অনুষ্ঠানে শেষে পারিবারিক শ্মশান পরিক্রমা ও শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।



আমাদের ফেসবুক পেইজ