সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম এর পক্ষ থেকে উক্ত ফাউন্ডেশন এর উপদেষ্টা রুবেল সিংহ জয় এর নেতৃত্বে এবং সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম এর ভারপ্রাপ্ত টিম লিডার ঝোটন নন্দী এর তত্ত্বাবধানে আজকে শিব চতুর্দশীর দিন রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাম সীতা মন্দিরে আগত ভক্তদের মাঝে প্রসাদের আয়োজন এবং স্বেচ্ছাসেবক সেবা প্রদান করা হয় উক্ত সেবাকার্যে অংশগ্রহণ করেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম এর সকল স্বেচ্ছাসেবকবৃন্দ।।
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিম এর পক্ষ থেকে উক্ত মন্দিরের জন্য ২০ টি বালতি ও ২০ টি চামচ প্রদান করা হয়।।
কাপ্তাই রাম সীতা ঘাট মন্দির নিয়ে শিব চতুর্দশীর দিন সার্বিক সহযোগীতা করাই সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় টিমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও উক্ত ফাউন্ডেশন এর সকলের জন্য শুভ কামনা করেন রাম সীতা ঘাট মন্দিরের অধ্যক্ষ জ্যোতিরময়ানন্দ মহারাজ।