সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মীরসরাইয়ে পার্থসারথী বৈদিক বিদ্যাপীঠের উদ্বোধন, বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা বাগীশিক বোয়ালখালী পৌরসভা সংসদ এর শ্রীমদ্ভগবদ্ গীতা বার্ষিক মূল্যায়ন চূড়ান্ত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে প্রবাসী সনাতনী ঐক্য পরিষদ নাচে গানে বরণ করে নিল বাংলা নববর্ষকে সমাজ গঠনে বইয়ের শক্তি উদযাপিত হলো আপন পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী সীতাকুণ্ডে জ্যোগীশিস এর নতুন স্কুল উদ্বোধন রাম নবমীতে আর্য কল্যাণ ফাউন্ডেশন আত্মপ্রকাশ রাঙ্গামাটিতে চলছে শ্রী রাম নবমীর ৩ দিনব্যাপী উদযাপন বোয়ালখালীর কদুরখীল কমল মহাজন বাড়ির নতুন মন্দিরের ২ দিনব্যাপী অভিষেক আয়োজন, পুষ্পযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটির আসামবস্তি শীতলা মন্দিরে মায়ের পূজা ও উৎসব আগামীকাল ধর্ম পরিবর্তন করে বিয়ে! স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় ধর্ষণের শিকার

শিব চতুর্দশী উপলক্ষে রাঙামাটির আসামবস্তি শিব মন্দিরে ৩ দিন ব্যাপী উৎসবের আয়োজন

Spread the love

 

 

অজয় মিত্র: সনাতন টিভি 

স্বধর্মের বিভূতিময় মাধুর্য্যমন্ডিত অমৃতরস ধারায় প্রতি বছরের মত এবারও শ্রী শ্রী শিব চতুর্দশী উপলক্ষে ২৬ – ২৮ ফেব্রুয়ারী বুধবার থেকে শুক্রবার আসামবস্তি হিন্দু বৌদ্ধ কেন্দ্রীয় মহাশ্মশান সংলগ্ন শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গণে ৩ দিন ব্যাপী শিবচতুর্দশী পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারী (বুধবার) বিকাল ৪টায় শিবস্নান, সন্ধ্যায় শ্রী শ্রী গঙ্গা মাকে আহবান, রাতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের প্রথম প্রহরের পূজা, অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের শুভ অধিবাস, মধ্যরাতে শিবরাত্রি ব্রতের ২য়, ৩য় ও ৪র্থ প্রহরের পূজা।

অধিবাস কীর্তনে পৌরোহিত্য করবেন চট্টগ্রামের বোয়ালখালী শাকপুরার শ্রী শ্রী লক্ষী নারায়ণ সেবাশ্রমের বৈষ্ণব প্রবর শ্রীমৎ সুজিত চৈতন্য বৈষ্ণব বাবাজী। অধিবাস কীর্তন পরিবেশন করবেন শ্রী শ্রী সত্যনারায়ণ সম্প্রদায়, চট্টগ্রাম। পূজায় পৌরহিত্য করবেন ভক্তপ্রবর পন্ডিত শ্রী নির্মল চক্রবর্তী, এতে সহযোগী হিসেবে থাকবেন শ্রী শ্যাম প্রসাদ চক্রবর্তী।

 

২৭ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) ব্রাহ্মমুহুর্তে শ্রী শ্রী হরিনাম কীর্তনের শুভারম্ভ। এবারে শ্রী শ্রী নামাঞ্জলী অর্পণে থাকছেন শ্রী শ্রী শিব মন্দির সম্প্রদায় -রাঙামাটি, শ্রী শ্রী সত্যনারায়ণ সম্প্রদায় -চট্টগ্রাম, শ্রী শ্রী জয় জগদানন্দ সম্প্রদায় -পিরোজপুর, শ্রী শ্রী মা শুভদ্রা সম্প্রদায় -ভোলা।

সকাল ১০টা ২০ মিনিটের মধ্যে শ্রী শ্রী শিবরাত্রিব্রতের পারণ, দুপুর ১২টায় শ্রী শ্রী ঠাকুরের ভোগ নিবেদন ও ভোগারতি। দুপুর ১টা ও রাত ৮টায় আনন্দবাজারে মহাপ্রসাদ আস্বাদন।

২৮ ফেব্রুয়ারী (শুক্রবার) ঊষালগ্নে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের পূর্ণাহুতি।

নির্ধারিত সূচীর প্রত্যালোকে সুপবিত্র, শুদ্ধানুভূতি ও মানবমঙ্গল চেতনা সমৃদ্ধ এই পূণ্য উৎসবে সকলের সার্বিক সহযোগিতা ও মাঙ্গলিক উপস্থিতি আন্তরিক ভাবে কামনা করেছেন মন্দির পরিচালনা কমিটি।

 



আমাদের ফেসবুক পেইজ