মৌলভীবাজার প্রতিনিধিঃ-
সারাদেশের প্রতিটি পূজামণ্ডপে কারিগররা যখন ব্যস্ত প্রতিমা তৈরির কাজে ব্যাস্ত, সেখানে দেশের একমাত্র আমাদের সিলেটের শ্রীমঙ্গলের ইছামতি চা-বাগানে শ্রীশ্রী মঙ্গলচন্ডী সেবাশ্রমে নবদুর্গা মন্দিরে শুরু হয়ে গেছে আগাম দুর্গা পুজো
গতকাল মঙ্গলবার(১৭ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা-বাগানে শ্রীশ্রী মঙ্গলচন্ডী সেবাশ্রমে নবদুর্গা মন্দিরে ছিল দেবী দুর্গার নবশক্তির তৃতীয় রুপ শ্রীশ্রী চন্দ্রঘন্টা মায়ের পুজো
মঙ্গলচণ্ডির থলিতে পৌরাণিক নিয়ম অনুসারে দেবী দুর্গার নয়টি রূপে নয় দিনব্যাপী পূজার্চনা করা হয়
১৫ অক্টোবর : শ্রীশ্রী শৈলিপুত্রী মাতা দেবী,
১৬ অক্টোবর : শ্রীশ্রী ব্রহ্মচারিণী মাতা দেবী,
১৭ অক্টোবর : শ্রী শ্রী চন্দ্রঘন্টা মাতা দেবী,
১৮ অক্টোবর : শ্রীশ্রী কুষ্মাণ্ডা মাতা দেবী,
১৯ অক্টোবর : শ্রীশ্রী স্কন্ধমাতা দেবী,
২০ অক্টোবর : শ্রীশ্রী কাত্যায়নী মাতা দেবী,
২১ অক্টোবর : শ্রীশ্রী কালরাত্রি মাতা দেবী,
২২ অক্টোবর : শ্রীশ্রী মহাগৌরী মাতা দেবী,
২৩ অক্টোবর : শ্রীশ্রী সিদ্ধিদাত্রী মাতা দেবী ও
২৪ অক্টোবর : শ্রীশ্রী নির্মাল্যবাসিনী দেবী রূপে মা দুর্গার পূজা করা হবে।।
ঢাকের আওয়াজে মোহিত হয় মন্দিরের চারপাশ। নিজের ও দেশের মঙ্গল কামনায় দেবীর চরণে অঞ্জলি দেন ভক্তরা